Herbal Abir: দোলের আগে নয়া প্রয়াস পুরসভার

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বসন্ত কড়া নেড়েছে দোর গড়ায়। চারিদিকে লেগেছে বসন্তের রং। তবে এই রং যেন আপনি নিরাপদে খেলেন তাই উত্তর দমদম পুরসভার নিয়ে এসেছে একটি নতুন কর্মসূচি। পুজোর পর যে ফুল-পাতাগুলি ফেলনা হয়ে যায়, সেগুলো থেকেই এবার তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ভেষজ আবির (Herbal Abir) এবং সুগন্ধী ধূপকাঠি (Incense Sticks)। উত্তর দমদম পুরসভা (North Dum Dum Municipality) এই অভিনব উদ্যোগ নিয়েছে, যেখানে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনার (Waste Management) উন্নতি হবে, অন্যদিকে মহিলাদের স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলে যাবে।

আরও পড়ুন: Holi 2025: রঙের উৎসবের নেপথ্যে সাদা পোশাক

পুরসভার সদর দফতরে এই প্রকল্পের অধীনে তৈরি হওয়া সামগ্রীর বিক্রয় কেন্দ্র (Sales Counter) উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, উৎপাদিত সামগ্রীর গুণমান (Quality Control) নিশ্চিত করতে সেগুলিকে দুইটি পৃথক পরীক্ষাগারে (Laboratory Testing) বিশ্লেষণ করানো হয়েছিল। উভয় পরীক্ষাগার থেকেই শংসাপত্র (Certification) পাওয়ার পরই এগুলিকে বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে চারটি স্থানে বিক্রয় কেন্দ্র খোলা হচ্ছে—
✅ উত্তর দমদম পুর ভবন
✅ বিশরপাড়া
✅ পাঠানপুর মোড়
✅ ২৩৭ নম্বর বাস স্ট্যান্ড


এই দোকানগুলিতে শুধু আবির এবং ধূপকাঠিই নয়, জৈব সার (Organic Fertilizer)-ও পাওয়া যাবে, যা কৃষিকাজ ও গার্ডেনিং-এর জন্য অত্যন্ত উপকারী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধির সুযোগও হবে।। পুরসভা জানিয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের (Solid Waste Management Project) অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৫০০ কেজি পুজোর ফুল ও পাতা সংগ্রহ করা হচ্ছে, যা দিয়ে আবির, ধূপকাঠি ও জৈব সার তৈরি করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই কাজে যুক্ত রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর (Self-Help Group) মহিলারা, ফলে তাঁদের জন্য একটি নতুন আয়ের উৎস তৈরি হচ্ছে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস (Bidhan Biswas) বলেন, “এটি শুধু বর্জ্য পুনর্ব্যবহারের (Waste Recycling) প্রকল্প নয়, এটি পরিবেশ রক্ষা এবং মহিলাদের স্বনির্ভর করার এক যুগান্তকারী পদক্ষেপ।

এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় মহিলাদের আর্থিক উন্নতি হবে, অন্যদিকে পুরসভারও আয় বাড়বে। পাশাপাশি, পরিবেশবান্ধব (Eco-Friendly) উপায়ে বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। এই উদ্যোগ শুধুমাত্র উত্তর দমদম নয়, গোটা রাজ্যের অন্যান্য পুরসভাগুলির জন্যও এক দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে।