নিউজ পোল ব্যুরো: সমাজ কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে, তার আরও একটি হৃদয়বিদারক চিত্র ফুটে উঠেছে মধ্যপ্রদেশের রেওয়া (Rewa, Madhya Pradesh) শহরে। এক নিষ্পাপ নবজাতককে (Newborn Baby) জন্মের পরই পরিত্যাগ করা হয়েছে, এমনকি সে পৃথিবীর আলো দেখার সুযোগও পেল না। যে শিশু তার মায়ের কোলের উষ্ণতা পাওয়ার কথা ছিল, তাকে মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়! আরও এক মর্মান্তিক দৃশ্য দেখা গিয়েছে—একটি বেওয়ারিশ কুকুর (Stray Dog) সেই মৃত নবজাতককে মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে। ভিডিওতে দেখা যায়, রেওয়া শহরের ব্যস্ত জয়স্তম্ভ চকের (Jaystambh Chowk) কাবাডি মহল্লার কাছে কুকুরটি নবজাতকের দেহ মুখে নিয়ে দৌড়াদৌড়ি করছে (Rewa Newborn Incident)। শহরের সিভিল লাইনস থানার (Civil Lines Police Station) আওতাধীন এই এলাকায় রাতের অন্ধকারে এমন বিভৎস দৃশ্য প্রত্যক্ষ করে স্থানীয়রা হতবাক হয়ে যান।
আরও পড়ুন:- Lift Accident: লিফট দুর্ঘটনায় প্রাণ হারাল একরত্তি শিশু
পুলিশ জানিয়েছে, গত দেড় মাসের মধ্যে রেওয়ায় এটি তৃতীয় ঘটনা, যেখানে নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল। এর মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কুকুরের মুখে নবজাতকের মৃতদেহ দেখা গেল। রেওয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) বিবেক সিং (Vivek Singh) পিটিআইকে (PTI) জানিয়েছেন, “এই ভিডিওটি দুই দিন আগের (মঙ্গলবার) ঘটনার। এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক (Rewa Newborn Incident)। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিভিল লাইনস থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার পর শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় এবং মর্গে পাঠানো হয়।” তিনি আরও জানান, পুলিশ এখন ভিডিও ফুটেজ (Video Footage) বিশ্লেষণ করছে এবং যারা ভিডিও ধারণ করেছে তাদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সুপার বিবেক সিং বলেছেন, “আমরা এই নির্মম অপরাধের (Crime Against Newborns) সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি, যদি কেউ এই ঘটনার সম্পর্কে কিছু জানেন, তাহলে তারা যেন আমাদের জানান। আমরা তাদের নাম গোপন রাখব।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এর আগের দুটি ঘটনাতেও (Rewa Incident) একই ধরনের নিষ্ঠুরতা দেখা গিয়েছিল। এর মধ্যে একবার সরকারি মেডিকেল কলেজ (Government Medical College) এলাকায় নবজাতকের দেহ ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ তখনও তদন্ত চালিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিল। এই ধরনের ঘটনা আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে। যেখানে এক মা তার নিজের রক্তের সন্তানকে ফেলে দিতে পারে, সেখানে মানবতা কোথায়? নবজাতকরা আমাদের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসন দোষীদের খুঁজে বের করতে তৎপর, তবে আমাদেরও সচেতন হতে হবে, যেন আর কোনও নিষ্পাপ শিশুর জীবন এভাবে নিভে না যায়।