নিউজ পোল ব্যুরো: বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য দোল উৎসব (Dol Utsav) বা বসন্ত উৎসব (Spring Festival)। বিশেষত শান্তিনিকেতনের (Shantiniketan) দোল উৎসব বহু বছর ধরে দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) স্বয়ং বিশ্বভারতীতে (Visva-Bharati) বসন্তোৎসবের প্রচলন করেছিলেন, যা পরবর্তীতে দোলযাত্রার (Dol Jatra) অন্যতম রূপ হয়ে ওঠে। তবে গত কয়েক বছর ধরে বিশ্বভারতীর প্রশাসনিক নিয়মের কারণে বসন্ত উৎসবে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পর্যটক এবং স্থানীয় মানুষজন শান্তিনিকেতনের পরিবর্তে সোনাঝুরি (Sonajhuri) ও খোয়াই (Khoai) অঞ্চলে দোল উৎসব পালন করছিলেন। কিন্তু এবার সেই জায়গাতেও বন দপ্তরের (Forest Department) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:- TMC Leader: কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেফতার তৃণমূল নেতা!

বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বসন্ত উৎসব চলাকালীন সংরক্ষিত বনাঞ্চলে (Reserved Forest) বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়, যার ফলে পরিবেশ দূষণের (Pollution) আশঙ্কা থাকে। আবির খেলার কারণে বনের গাছপালা নষ্ট হতে পারে এবং শব্দদূষণের (Noise Pollution) প্রভাব পড়তে পারে জীবজন্তুর ওপর। এই কারণেই তারা এবছর দোল উৎসবের ওপর কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে।বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “আমাদের উৎসবেই শুধু দূষণ হয়? কয়লা (Coal), বালি (Sand), পাথরের (Stone) লুট চলছে দিনের পর দিন, তাতে পরিবেশ নষ্ট হয় না? যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তাদের মাথা ঠিক আছে তো? এদের উল্টো করে টাঙানো (Punishment) উচিত!” উত্তরপাড়ার (Uttarpara) বি এ রোডে (B.A. Road) বসন্ত উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, “বাংলায় হোলি বা দোল উৎসব পালন করতে পারবে না, এটা মেনে নেওয়া যায় না। উত্তর প্রদেশ (Uttar Pradesh) এবং দেশের অন্যান্য রাজ্যে (Other States) এক মাস ধরে হোলি পালন হয়, সেখানে কেউ নিষেধাজ্ঞা দেয় না। অথচ শান্তিনিকেতনে বসন্ত উৎসব নিয়ে বারবার বাধা আসছে। এটা বাংলা সংস্কৃতির (Bengali Culture) ওপর আঘাত।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন, “যারা আমাদের উৎসবে বাধা দেয়, তারা দুর্যোধনের মতো। কলিযুগে আমাদের সংস্কৃতিকে নষ্ট করছে। এই ধরনের লোকদের প্রকাশ্যে জুতো মারা (Public Punishment) উচিত। যাতে ভবিষ্যতে কেউ এমন স্পর্ধা না দেখায়।” বিশ্বভারতীর প্রশাসন ও বন দপ্তরের একের পর এক বিধিনিষেধে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বসন্ত উৎসব যে শুধুমাত্র দোলযাত্রার আনন্দ নয়, বরং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের (Cultural Heritage) অংশ, সেই দাবিও তুলেছেন অনেকে। দিলীপ ঘোষের মন্তব্যের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বসন্ত উৎসবকে কেন্দ্র করে শান্তিনিকেতন ও আশপাশের অঞ্চলে এবার কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকে নজর রাখছে সবাই। তবে বিজেপি নেতার (Dilip Ghosh) হুঁশিয়ারি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।