Horoscope: মেষ-বৃষ-মিথুনের জন্য আজকের বিশেষ দিন!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: শুক্রবার (Friday) দিনটি কেমন যাবে আপনার রাশির জন্য? কোন রাশির জাতকরা বিশেষ সতর্ক (Alert) থাকবেন, আর কোন রাশির জাতকদের জন্য দিনটি শুভ হতে পারে, দেখে নিন রাশিফল (Horoscope):

মেষ: স্ত্রীর কথা শুনে সিদ্ধান্ত (Decision) নেওয়া উচিত (Horoscope), কারণ এটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ (Important) হতে পারে। খেলাধুলার (Sports) ক্ষেত্রে সুযোগ আসলেও তা হারিয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের (Family) সঙ্গে মতভেদ হতে পারে। পেটের সমস্যা (Stomach problems) নিয়ে একটু সাবধানতা প্রয়োজন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে, আর রাগের কারণে বাড়িতে অশান্তি হতে পারে। নতুন বাসস্থান (Residence) পরিবর্তন হতে পারে, তবে সংসারে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। সন্তানের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ Adviceকরা উচিত। সামাজিক কাজের জন্য সম্মান (Honor) লাভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পিতার শারীরিক অবস্থার (Physical condition) বিষয়ে চিন্তা থাকতে পারে।

আরও পড়ুন:Horoscope: বিশেষ রাশিফল, আপনার ভাগ্য পরিবর্তনের মুহূর্ত

বৃষ: ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে (Horoscope)। অজান্তে কিছু কাজের ফলে অন্যদের প্রীতির মাধ্যমে আপনার সম্মান বাড়তে পারে। কিন্তু সতর্ক (Be careful) থাকুন, কেউ আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ (Disagreement) দেখা দিতে পারে। কাজের জায়গায় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে, নতুবা ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে মতভেদ হতে পারে, তবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। আইনজীবীদের (Lawyer) জন্য শুভ সময় আসছে। ভুল সিদ্ধান্ত (Wrong decision) নেওয়ার জন্য কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। কাউকে অতিরিক্ত উদারতা (Generosity) দেখানো এসময় ক্ষতিকর হতে পারে।

মিথুন: কর্মক্ষেত্রে সম্মান (Honor) পাবেন এবং আয় বাড়ানোর একাধিক সুযোগ আসতে পারে (Horoscope)। তবে সাবধানে চলাফেরা করতে হবে, কারণ বিপদ আসতে পারে। কিছু কাজে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের (Musician) জন্য সময়টা খুব একটা শুভ নয়। রক্তচাপ ওঠানামা করতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রেমে বিরক্তি ও অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় লাভের আশা করা যায়, তবে নতুন কোনো কাজ শুরু করা উচিত হবে না।

আরও পড়ুন:Horoscope: বৃহস্পতিবার কোন রাশির ভাগ্যে কী

কর্কট: বন্ধুদের জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। আগুন থেকে বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমিকার সঙ্গে তর্কে সফলতা (Success) পাবেন। আর্থিক চাপ (Financial stress) বাড়তে পারে, তবে পরিবারের জন্য অনেক কিছু করলেও বদনাম হতে পারে। অশান্তি থেকে দূরে থাকুন, বিশেষ করে টাকাপয়সা চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় (Business) কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আলোচনা করে উপকার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, এবং পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। স্ত্রীর জন্য বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিছু অর্থ নষ্ট হতে পারে, তবে ব্যবসায় (Business) ভালো কিছু ঘটতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ কাজে লাগান।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

সিংহ: অশান্তি থেকে সাবধান থাকুন। ব্যবসায় ভালো লাভের আশা রয়েছে, তবে প্রিয়জন থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে ব্যয়ের (Expenses) পরিমাণ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য লাভের সম্ভাবনা। সংসারের ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। লিভারের সমস্যা (Problem) বাড়তে পারে। প্রিয়জনের খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আলস্যের কারণে কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ (Dispute)হতে পারে।