নিউজ পোল ব্যুরো: কেকেআর (KKR) যেন গম্ভীরময়! গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে প্রশ্ন পিছু ছাড়ল না এই মরশুমে নাইটদের প্রথম সাংবাদিক সম্মেলনেও। একটা সময় খানিক বিরক্ত হয়েই প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) বলতে বাধ্য হলেন, “দয়া করে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করুন। পিছনে ফিরে যাবেন না। এমন কোন প্রশ্ন করবেন না যাতে অস্বস্তি বাড়ে।“ অর্থ্যাৎ গৌতি (Gauti) এখন অতীত নাইটদের (Knights) অন্দরমহলে। সামনের দিকে তাকাতে চাইছে তারা। ফ্র্যাঞ্চাইজি দুনিয়া বড়ই কঠোর। আবেগের বিন্দুমাত্র জায়গা নেই যেখানে। পারফরম্যান্সটাই দিনের শেষে আসল কথা।
আরও পড়ুন: KKR: অভিযান শুরুর আগে ‘উইকেট পুজো’ নাইটদের
যেমন ভেঙ্কটেশ আইয়ার। নামের পাশে যতই ২৩.৭৫ কোটির প্রাইস ট্যাগ সেঁটে থাকুক না কেন অকপট বলে দিলেন, “কত টাকা দিয়ে আপনাকে কেনা হয়েছে সেটা বড় বিষয় নয়। মাঠে নামলে সবাই সমান। আপনাকে পারফর্ম করতে হবে।“ তবে সহ-অধিনায়কের পাশে বসে তাঁর আকাশছোঁয়া দাম নিয়ে তাঁকে পূর্ণ সমর্থন করে গেলেন কেকেআরের (KKR) নয়া অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি বলেন, “এই দাম পাওয়ার যোগ্য ভেঙ্কি। বিগত কয়েক বছর ধরেই দলের হয়ে ক্রমাগত পারফর্ম করে গেছে ও। তাই লোকে যাই বলুক এই জায়গাটা ও অর্জন করেছে।“ যিনি বলছেন তাঁকে প্রথমে দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি। পরে মাত্র দেড় কোটি টাকায় তাঁকে দলে নেয় শাহরুখের দল এবং একেবারে অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়াই হয়েছে তাঁর জিম্মায়।

প্রথম দিকে মনে করা হয়েছিল যে ভেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে কিন্তু অভিজ্ঞতার দাম দিয়ে রাহানের হাতেই তুলে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার দায়িত্ব তুলে দিয়েছে কেকেআর (KKR)। তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান এই বিষয়ে কিছুই জানতেন না তিনি। ঘরোয়া ক্রিকেট খেলার সময় কানাঘুষো কিছু কথা তাঁর কানে এসেছিল শুধুমাত্র। এই প্রসঙ্গে তিনি বলেন, “কেকেআরের মত সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে পারা গর্বের। অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। ক্রিকেটের এই ফরম্যাটে জয় পাওয়া ভীষণ কঠিন। যে কোন একজন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই প্রত্যেকদিন আপনাকে আপনার সেরাটা দিতে হবে।“ টি-২০ -তে সচরাচর ওপেন করতে দেখা যায় রাহানেকে। তবে কেকেআরের হয়েও ওপেন করবেন কিনা তার এখনও নিশ্চিত হয়নি বলে জানান তিনি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
শুরুতেই বলছিলাম গম্ভীরের ছায়া থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে চলাই এখন নাইটদের (KKR) প্রধান লক্ষ্য। কিন্তু গত মরশুমে মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই কেকেআরকে তৃতীয় আইপিএল খেতাব এনে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যে মানুষটা তাঁকে একবারে এড়িয়ে যাওয়া সম্ভব কি? তাই নতুন মেন্টর ব্র্যাভোকেও শুনতে হল গম্ভীর প্রসঙ্গ। তবে এই বিষয়ে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মত স্ট্রেট ব্যাটে না খেলে খানিক সাবধানি তিনি; বললেন, “জিজিকে (এই নামেই পরিচিত গম্ভীর) অসম্মান করার কোন জায়গায় নেই। গত মরশুমে যে মানুষটা একটা দলের চ্যাম্পিয়নশিপে অবদান রেখেছে তাঁর থেকে কিছু না শিখলে চলে না। আমি বেশ কয়েক বার ওঁকে মেসেজ করে ওঁর থেকে দল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তবে হ্যাঁ, গম্ভীরের নিজস্ব একটা স্টাইল ছিল। আর আমারও একটা ধরণ রয়েছে। আমরা দুজনেই সাফল্য পেয়েছি আইপিএলে। নিলাম থেকে গতবারের দলটাকেই ফিরে পেতে চেয়েছিলাম আমরা। কিছু জনকে পেয়েছি, কিছুজনকে না। ছেলেরা জানে কিভাবে সাফল্য আসবে। আমি বা আমরা সেটা বদলাতে চাই না।“

আগামী ২২ মার্চ ইডেনে প্রথম ম্যাচ খেলবেন রাহানে-আইয়াররা। প্রতিপক্ষ কোহলি-পতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চুটিয়ে চলছে অনুশীলন। শুক্রবার দোলের দিন ছুটি দেওয়া হয়েছে ক্রিকেটারদের। মোটামুটি সকলেই এসে গিয়েছেন। শুধুমাত্র বাকি রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের দুই সদস্য — বরুন চক্রবর্তী এবং হর্ষিত রানা। তাঁরাও এসে যাবেন আগামী ২-৩ দিনের মধ্যেই। আর বাকি রয়েছেন উমরান মালিক। চোট সারিয়ে তিনিও তৈরি। অপেক্ষা করছেন শুধুমাত্র জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিট সার্টিফিকেটের জন্য। আগামী ১৯ তারিখ বাইপাসের ধারে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নাইটদের ‘আনপ্লাগ’ অনুষ্ঠান। শহরের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে কেকেআরের পুরো দলের।