নিউজ পোল ব্যুরো: আগামীকাল মালদা (Malda) জেলাজুড়ে উদযাপিত হবে রঙের উৎসব হোলি (Holi)। তার ঠিক আগেই মানিকচক থানার (Manikchak Police Station) পুলিশ বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ দেশি ও বিদেশি মদ (Illegal Liquor) উদ্ধার করল পুলিশ।
আরও পড়ুনঃ Holi: হোলির আগে বড়সড় পুলিশি অভিযান! গ্রেফতার প্রায় ৬০০
মানিকচক থানার আইসি সুবীর কর্মকার (IC Subir Karmakar)-এর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। থানার এএসআই পীযূষ মণ্ডল (ASI Piyush Mondal) ও অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে একটি টোটো ভ্যান (Toto Van) আটক করা হয়। ঘটনাস্থল ছিল নাজিরপুরের (Najirpur) নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা। সন্দেহজনক ওই টোটো ভ্যানে তল্লাশি চালাতেই চমকে ওঠেন পুলিশ কর্মীরা। ভ্যানের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ দেশি ও বিদেশি মদ। মোট ১৩৬ বোতল (136 Bottles) মদ পাওয়া যায়, যা হোলি উৎসবের আগে বেআইনিভাবে মজুদ করে রাখা হয়েছিল বলে অনুমান পুলিশের।

আরও পড়ুনঃ Holi: রং হোক আনন্দের, থাকুন সুরক্ষিত
এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মনোজ মণ্ডল (Manoj Mondal) ও কল্পনা সাহা (Kalpana Saha)। পুলিশের প্রাথমিক অনুমান, হোলি উৎসবের সময় বেআইনিভাবে এই মদ বিক্রি করার উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল। সূত্রের খবর, আজ ধৃতদের মালদা জেলা আদালতে (Malda District Court) পেশ করা হবে। একইসঙ্গে পুলিশের তরফ থেকে তদন্ত চালানো হচ্ছে, এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
হোলির (Holi Festival) আগে পুলিশের এই সফল অভিযানে বেআইনি মদের ব্যবসার বড়সড় পরিকল্পনা ভেস্তে গেল বলেই মনে করছে স্থানীয় মহল। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যে সজাগ রয়েছে, তা আবারও প্রমাণিত হলো এই অভিযানে।