Today Weather Forecast: দোল পূর্ণিমায় কি মিলতে চলেছে স্বস্তির বৃষ্টি?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: মার্চের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দিনের বেলায় তাপমাত্রা (temperature) বেড়ে চলেছে, আর রাতের স্বস্তিও কমছে। দক্ষিণবঙ্গের বাসিন্দারা ইতিমধ্যেই দাবদাহের (heatwave) প্রভাব টের পাচ্ছেন। সকালবেলায় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতেই উত্তপ্ত হতে শুরু করছে (Today Weather Forecast) পরিবেশ। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) গরমের দাপট তীব্রতর হচ্ছে, আর বৃষ্টির (rain) কোনও আশা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Meteorological Department)।

আরও পড়ুন:- Today Weather: সূর্যের উত্তাপে দগ্ধ বাংলা! মার্চেই কেন এত ভয়ানক গরম?

তবে উত্তরের জেলাগুলোর (North Bengal Districts) জন্য এসেছে খানিকটা স্বস্তির খবর। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ দোল পূর্ণিমার (Dol Purnima) দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong) এবং আলিপুরদুয়ার (Alipurduar)-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পাহাড়ি অঞ্চলগুলিতে (hilly regions) বজ্রগর্ভ মেঘের (thundercloud) সৃষ্টি হতে পারে, যার ফলে হালকা ঝড়ো হাওয়া (thunderstorm) ও বৃষ্টি হতে পারে।এদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) গরমের দাপট আরও বাড়ছে। কলকাতা (Kolkata) এবং সংলগ্ন জেলাগুলিতে (neighboring districts) গরমে হাঁসফাঁস অবস্থা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) আজ থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালবেলায় কিছুটা সহনীয় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বেড়ে চলেছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, ফলে গরম আরও বাড়তে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (Saturday) থেকে বুধবার (Wednesday) পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও লক্ষণ নেই। ফলে কলকাতা, হাওড়া (Howrah), হুগলি (Hooghly), মেদিনীপুর (Medinipur), বাঁকুড়া (Bankura), বর্ধমান (Burdwan)-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা (Today Weather Forecast) আরও বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে রবিবারও দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

গ্রীষ্ম (summer) এখনও পুরোপুরি শুরু হয়নি, অথচ মার্চের মাঝামাঝিতেই রাজ্যবাসী প্রচণ্ড গরম অনুভব করছেন। বিশেষজ্ঞদের মতে, এ বছর গরম আরও তীব্র হতে পারে এবং পরবর্তী মাসগুলিতে তাপপ্রবাহ (heatwave) দেখা দিতে পারে। ফলে এখন থেকেই সতর্ক থাকতে হবে। প্রচুর জল (water) পান করা, রোদে বেশি সময় না থাকা, হালকা রঙের পোশাক পরা এবং শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।ফাগুনের শেষ আর চৈত্রের শুরুতেই গরমের এই তীব্রতা (extreme heat) বুঝিয়ে দিচ্ছে, সামনে অপেক্ষা করছে আরও কঠিন গ্রীষ্মকাল। দক্ষিণবঙ্গে স্বস্তির কোনও (Today Weather Forecast) ইঙ্গিত নেই, তবে উত্তরবঙ্গের কিছু অংশে অল্প স্বস্তি মিলতে পারে দোলের দিন। এখন দেখার, আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।