Noida: প্রেমের ভয়ংকর পরিণতি, নৃশংস হত্যার শিকার নববধূ

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: প্রেম করে বিয়ে করাই ছিল তাঁর অপরাধ! পরিবারের অমতেই বিয়ে করেছিলেন নেহা, আর তার ফলস্বরূপ নিজের প্রাণটাই হারাতে হলো তাঁকে। স্বামীকে কাছে পাওয়ার আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের হাতে খুন হতে হলো ২৩ বছর বয়সী এই তরুণীকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ( Noida) চিপিয়ানা গ্রামে। পুলিশ (Police) ইতিমধ্যেই মৃতার বাবা ভানু রাঠোর এবং দাদা হিমাংশুকে গ্রেফতার (Arrest) করেছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা (Murder Case) দায়ের হয়েছে।

আর‌ও পড়ুন: Fire accident: রাজকোটের বহুতলে বিধ্বংসী আগুন,শ্বাসরোধে মৃত ৩

নেহা এবং তাঁর প্রেমিক সুরজ দীর্ঘদিন ধরে একে অপরকে চিনতেন। হাপুরের একটি স্কুলে (School) পড়ার সময়ই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, দশম শ্রেণি পাস করার পর নেহার পরিবার চিপিয়ানা গ্রামে চলে আসে। যদিও দূরত্ব তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পরিবারের আপত্তি সত্ত্বেও তাঁরা সম্পর্ক বজায় রাখেন এবং শেষমেশ মঙ্গলবার গাজিয়াবাদের আর্য সমাজ মন্দিরে (Arya Samaj Mandir) গিয়ে গোপনে বিয়ে করেন। বিয়ের পর রেজিস্ট্রার অফিসেও যান তাঁরা। তখনই নেহার দাদা হিমাংশুর কয়েকজন বন্ধু তাঁদের দেখে ফেলে এবং ঘটনাটি হিমাংশুকে জানায়। এরপরই পরিবারের কাছে খবর পৌঁছায়।

বিয়ের পর নেহার পরিবারের কাছ থেকে ফোন আসে। পরিবারের লোকেরা তাঁকে বাড়িতে আসতে বলেন। বাড়ি ফেরার পর শুরু হয় তুমুল অশান্তি। বাবা ও দাদার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় নেহার। পরিবারের ক্রোধের সামনে অসহায় হয়ে পড়েন নববধূ। পুলিশ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে যখন নেহা ঘুমিয়ে ছিলেন, তখনই তাঁকে শ্বাসরোধ করে হত্যা (Strangulation) করা হয়। তারপর তড়িঘড়ি সকালে, মাত্র ৭টার মধ্যেই তাঁর শেষকৃত্য (Funeral) সম্পন্ন করে পরিবার।

শুরুতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, নেহার মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে। কিন্তু পুলিশি তদন্তের পর বাবার ও দাদার স্বীকারোক্তিতে উঠে আসে নির্মম সত্য। তাঁরা স্বীকার করেন, ভিন্ন জাতের (Inter-caste Marriage) ছেলেকে বিয়ে করায় পরিবারের ‘সম্মান’ বাঁচাতে তাঁরা নিজের মেয়েকেই হত্যা করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সমাজে ‘সম্মান রক্ষা’ (Honor Killing) করার নামে এমন ঘটনা উত্তর প্রদেশসহ (Uttar Pradesh) ভারতের বহু জায়গাতেই ঘটে চলেছে। পরিবারের অমতে প্রেম করে বিয়ে করায় মেয়েরা অনেক সময় নৃশংস হত্যার শিকার হন। নেহার ঘটনাও সেই নির্মম বাস্তবতারই আরেকটি উদাহরণ।