নিউজ পোল ব্যুরো: গুজরাটের রাজকোটে এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire accident) ঘটে। যার ফলে শ্বাসরোধ (suffocation) হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজকোটের ১৫০ ফিট রিং রোড (150 Feet Ring Road) এলাকায় অবস্থিত আসলানটিস (Aslantis) আবাসনের সপ্তম তলায় আগুন লাগে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক (panic) ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত লক্ষাধিক, খরচ প্রায় ৭৫০০ কোটি
জানা গিয়েছে, ওই আবাসনের ৭ তলার একটি ফ্ল্যাটে (flat) ফার্নিচারের (furniture) কাজ চলছিল। সকাল ১০টা নাগাদ আচমকাই শটসার্কিট (short circuit) থেকে আগুন (fire accident) ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা ফ্ল্যাটটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং ঘন ধোঁয়ায় (smoke) চারপাশ ঢেকে যায়। এতে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভিতরে আটকে পড়েন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (fire brigade)। তারা তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ (rescue operation) শুরু করে। আবাসনের ভিতরে আটকে পড়া মানুষদের নিরাপদে বের করে আনা হয়। তবে উদ্ধারকাজ চালানোর সময় দুই দমকলকর্মী ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
দমকল বাহিনী জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে (fire under control) আনা সম্ভব হয়েছে। তবে এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, যাদের পরিচয় এখনও জানা যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত (investigation) শুরু করেছে এবং শটসার্কিটের তত্ত্ব খতিয়ে দেখা হচ্ছে। এই বহুতল আবাসনটিতে বেশিরভাগই বিত্তশালী (affluent residents) পরিবার বসবাস করেন। তাদের মধ্যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী (gold traders), চিকিৎসক (doctors) এবং উচ্চবিত্ত (elite) পেশাদাররা। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
শেষ পর্যন্ত দমকল বাহিনীর তৎপরতায় সব বাসিন্দাকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। স্থানীয়রা দমকল কর্মীদের প্রশংসা করেন এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে এই ঘটনা ভবিষ্যতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা (fire safety measures) আরও কঠোর করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। রাজকোটের ডিসিপি (ক্রাইম) পি ঘোহিল (DCP Crime P. Gohil) জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ বিশদে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।