Nandigram: নন্দীগ্রামে হবে রাম মন্দির, শহিদ দিবসের মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর

Uncategorized

নিউজ পোল ব্যুরো: আজ গোটা রাজ্য সহ দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। তবে আজ আরও একটি বিশেষ দিন। ২০০৭ সালের ১৪ মার্চেই নন্দীগ্রামে (Nandigram) গুলি করে ভূমি আন্দোলন কারীদের হত্যা করার অভিযোগ উঠেছিল তৎকালীন প্রশাসন সহ সিপিআইএমের বিরুদ্ধে। কেটেছে দেড় দশকের বেশি সময় তাও নন্দীগ্রামের ঘটনা মুছে যায়নি রাজ্যবাসীর মন থেকে। শহীদ তর্পণ বন্ধ হয়নি। এই দিনেই নন্দীগ্রামের অধিকারী পাড়ায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শহীদ বেদিতে মাল্যদান ও শহীদ স্মরণের পাশাপাশি করেছেন বড় ঘোষণা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরির ঘোষণা করেছেন। জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। শুভেন্দু বলেন, “রাম নবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণপ্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এখানে অয্যোধা রাম মন্দিরের আদলে মন্দির তৈরি হবে।” এদিন শুভেন্দুর সঙ্গেই উপস্থিত ছিলেন বলে ঘোষণা করলেন শুভেন্দু। মেঘনাথ পাল, অশোক করণ, অভিজিৎ মাইতি সহ নেতৃত্বরা তাঁরা সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেন। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন সেই আবহে শুভেন্দুর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই।

আরও পড়ুনঃ Shot Dead: বাইকে করে ধাওয়া, খুন শিবসেনার জেলা সভাপতি

নন্দীগ্রাম (Nandigram) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের। রাজনৈতিক মহলের অনেকেই বলেন এই নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ। তার পর থেকেই তৃণমূল-সহ বিভিন্ন সংগঠন নিহতদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ রাজ্য জুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে। এই দিন কখনও ভুলবেন না সেই কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলাতেও। এদিন শহিদদের স্মরণ করে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, “কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা।” অন্যদিকে দোলের দিনেই শুভেন্দু দিয়েছেন বড় হুঙ্কার। শুভেন্দু বলেন, “ভাল করে রাম নবমী করবেন। আমিও থাকব মাঠে। গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, একহাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে, ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির প্রয়োজন নেই।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/