Shot Dead: বাইকে করে ধাওয়া, খুন শিবসেনার জেলা সভাপতি

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: দোলের আগের দিনেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। শুক্রবার পুলিশ জানিয়েছে, খুন করা হয়েছে শিবসেনার জেলা সভাপতিকে (Shiv Sena Leader), গুলি (Shot Dead) করে খুন করা হয়েছে শিবসেনার নেতাকে এবং হামলায় এক ছেলে আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন পাঞ্জাবের সংগঠনের জেলা শাখার সভাপতি (Shiv Sena Leader ) মঙ্গত রাই মঙ্গা দুধ কিনছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। রাত ১০টার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু গুলিটি মাঙ্গাকে লক্ষ্য করে না গিয়ে ১২ বছর বয়সী ছেলেটিকে লাগে। মাঙ্গা তৎক্ষণাৎ একটি দুই চাকার গাড়িতে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনেই শেষ নয় পালিয়ে গিয়েও হয়নি শেষ রক্ষা। আক্রমণকারীরা তাকে ধাওয়া করে। ধাওয়া করার সময়েই আক্রমণকারীরা আবারও মাঙ্গাকে লক্ষ করে গুলি চালায় এবং তাদের কাজে সফল হয়। শিবসেনার জেলা সভাপতিকে লক্ষ করে গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মাঙ্গাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

আরও পড়ুনঃ Malda: হোলির আগেই উদ্ধার অবৈধ মদ, সাফল্য পুলিশের

অন্যদিকে আহত শিশুটিকে প্রথমে মোগা সিভিল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ জানিয়েছে যে তদন্ত করে দেখা হচ্ছে মাঙ্গা কোন শিবসেনা সংগঠনের সাথে যুক্ত ছিল। ডানপন্থী গোষ্ঠী বিশ্ব হিন্দু শক্তির জাতীয় সভাপতি যোগিন্দর শর্মা বলেছেন, “আমরা জানতে পেরেছি যে কিছু দুর্বৃত্ত মাঙ্গাকে গুলি (Shot Dead) করে হত্যা করেছে। আমরা তথ্য পাওয়ার সাথে সাথেই হাসপাতালে পৌঁছেছি।” মাঙ্গার মেয়ে জানিয়েছেন যে তার বাবা বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মেয়ের কথায়, “রাত ১১টার দিকে কেউ আমাদের জানায় যে আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই এবং এর জন্য আমাদের যা কিছু করতে হবে তা করব।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/