Donald Trump : রাশিয়া-ইউক্রেন নিয়ে বড় বড় কথা বলে নিজে গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়াচ্ছেন

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর একাধিক অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একদিকে যেমন তিনি দেশের শুল্ক নীতিতে বড়সড় রদবদল এনে চক্ষুশূল হয়েছেন গোটা বিশ্বের, অন্যদিকে আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় ভূমিকা নিতেও দেখা যাচ্ছে তাঁকে। তিন বছর ধরে চলা যুদ্ধটি থামাতে দুই পক্ষের ওপরেই চাপ সৃষ্টি করেছেন মার্কিন রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ Donald Trump: যুদ্ধ না থামালে রাশিয়াকে ‘ভাতে মারবেন’ ট্রাম্প

দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প (Donald Trump) ‘যুদ্ধ নয় শান্তি চাই’ -এই বার্তাই দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেনকে। ইউক্রেনকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চায় রাশিয়া। সেই উদ্দেশ্যেই ৩ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে ভ্লাদিমির পুতিনের সেনারা। ট্রাম্প এসে সেই অভিযান থামাতে রীতিমত সচেষ্ট। এদিকে রাশিয়া-ইউক্রেন নিয়ে বড় বড় কথা বললেও তাঁর নিজের চোখ পড়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর। যে দ্বীপটির ওপর ডেনমার্কের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

রাষ্ট্রপতি হয়েই গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন ট্রাম্প। এবারে আরও একবার সেই কথাই শোনা গেল তার গলায়। বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন NATO শক্তিজোটের সচিব মার্ক রুটকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন রাষ্ট্রপতি বলেন, “আমার মনে হয়, এটা হবেই।” যদিও সংশ্লিষ্ট মহলের দাবি, ট্রাম্প সরাসরি গ্রিনল্যান্ড দখলের কথা বলেননি। বরং তিনি ডেনমার্কের অধিকারে থাকা স্বশাসিত দ্বীপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার বার্তা দিয়েছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অন্যদিকে মার্ক রুট অবশ্য ট্রাম্পের (Donald Trump) ডেনমার্ক প্রসঙ্গে মন্তব্য নিয়ে কিছু বলতে চাননি। শুধু জানান গ্রিনল্যান্ড সম্পর্কিত আলোচনায় তিনি NATO কে টেনে আনতে চান না। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প বড় দাবি করতেই পাল্টা জবাব দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে। মার্কিন রাষ্ট্রপ্রধানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “অনেক হয়েছে!”