নিউজ পোল ব্যুরো: দোলের দিনেও শিরোনামে টিটাগড়(Titagarh)। আবির বা রঙ নয় দোলে টিটাগড় রক্তে লাল হল। ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ এক যুবককে রং খেলার নামে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। এলাকাজুড়ে ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি দোল খেলার সময়েই তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ ওই যুবককে একের পর এক ছুরির কোপ মারা হয়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হল আর জি মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। নিহত যুবককে আকাশ চৌধুরী ওরফে অমর নামে শনাক্ত করা হয়েছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পবন রাজভড় নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তাতরা পলাতক। সূত্রের খবর মৃত যুবক তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। ডেকে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে টিটাগড়ের ১৩ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে গিয়েছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং। বিকাশের কথায়, “আমি শুনলাম পবন রাজভর ওকে চাকু দিয়ে মেরে দিয়েছে। অমর আমার সঙ্গেই থাকতো। ছাত্র রাজনীতি করতো। আমি যখন থেকে তৃণমূল ছাত্র পরিষদ করি তখন থেকেই ও আমার সঙ্গে ছাত্র রাজনীতি করতো।”
আরও পড়ুনঃ Nandigram: নন্দীগ্রামে হবে রাম মন্দির, শহিদ দিবসের মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দোল খেলা চলছিল খড়দহ ও টিটাগড়ের (Titagarh) মাঝে জয়শ্রী কেমিক্যালসের সামনে । সেখানের একটি মিলে লোক ঢোকানো নিয়ে ঝামেলার সূত্রপাত বলে দাবি স্থানীয়দের। মোট তিন জন এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ যুবকের পরিবারের। আকাশের দাদা বলেন, ‘‘ভাই বাড়ি থেকে ফিরছিল। সামনে একটি গন্ডগোল হয়েছিল। ও আমাকে বলেছিল, ‘বাড়ি যাও। আসছি আমি বাড়ি এসে খেতে বসেছি। হঠাৎ শুনলাম, ভাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে দেন, আমার ভাই আর নেই!’’
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
.