Tollywood Actress: দোলের রঙে টলিউড তারকারা!

পেজ 3 লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: দোলযাত্রা , বসন্ত উৎসব (Spring Festival) এবং হোলি, এসবের ভিন্ন ভিন্ন নাম এবং পালনের রীতি থাকলেও, এক কথায় বলা যায়, সব উৎসবের অনুভূতি (Feeling) প্রায় একই রকম—রঙের উৎসবের মধ্য দিয়ে আনন্দের মূর্ত প্রকাশ ঘটে। এই সময়ে রঙে মাখানো থাকে সবার দিন, আর সেলিব্রিটিরাও (Tollywood Actress) নিজেদের সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাগ করে নেন তাদের আনন্দের মুহূর্তগুলি (Moment of joy)।

আরও পড়ুন:Holi Festival: দোলের মঞ্চে মেতে উঠলেন সুজিত বসু ও সব্যসাচী দত্ত

টলিউড সুপারস্টার দেব (Dev) এবং তার স্ত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এই দোলের উৎসব পালন করেছেন তাদের পরিবারের সঙ্গে। দেব তার ইনস্টাগ্রাম পেজে (Instagram page) একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে রঙের আনন্দে মগ্ন।

একইভাবে, টলিউডের (Tollywood Actress) আরও একটি জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেনও (Aindrila Sen) তাদের দোল উদযাপন করেছেন একে অপরকে রঙ দিয়ে। তারা বেছে নিয়েছিলেন সাদা রঙের পোশাক, যা তাদের মিষ্টি মুহূর্তগুলিকে আরও বেশি নান্দনিক করে তুলেছিল।

আরও পড়ুন:Holi Festival: ঐতিহ্যের ছোঁয়ায় শান্তিনিকেতন, উৎসবে মাতোয়ারা বোলপুর!

নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্ত (Yash Dasgupta), যাদের সম্পর্ক নিয়ে বারবার চর্চা হয়, তারা হোলি পার্টিতে অংশ নিয়েছিলেন। তাদের পোশাক ছিল সাদা, যেখানে নুসরত পরেছিলেন সাদা কুর্তি এবং যশ পরেছিলেন সাদা টি-শার্ট, যা তাদের একটি সাদৃশ্যপূর্ণ ও কোমল দৃষ্টি দিয়েছে।

গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar) এই দিনটিকে উদযাপন করেছেন আবির ও রঙে। গৌরব পরেছিলেন সাদা কুর্তা, আর দেবলীনা বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডসের একটি শাড়ি। এই রঙিন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

অনুপম রায় (Anupam Roy) এবং প্রস্মিতা পাল (Prasmita Pal) তাদের রঙিন শুভেচ্ছা জানিয়েছিলেন একটি ট্রিপের ছবি শেয়ার করে, যা ছিল তাদের দোলযাত্রার বিশেষ মুহূর্ত।

এছাড়া, সন্দীপ্তা সেন (Sandeepta Sen) এবং সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) তাদের ভ্যাকেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা স্যুইমিং পুলের ধারে একাধিক ছবির মাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন।

মধূমিতা সরকারও (Madhumita Sarkar) দোলের দিন সোশ্যাল মিডিয়ায় তার রঙিন শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব, যার জন্য পুরো টলিউড (Tollywood Actress) তথা বাংলা চলচ্চিত্র জগৎ রঙে মেতে ওঠে, সবাই একসাথে আনন্দ ও উৎসবের পথে চলে, যতই তারা একে অপরের থেকে আলাদা হোক।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/