UP Holi Celebration: বিজেপি নেতাদের রঙিন হোলি, কী বললেন উপ-মুখ্যমন্ত্রী?

দেশ

নিউজ পোল ব্যুরো: উত্তর প্রদেশে হোলি (Holi) উৎসব উদযাপনের চিত্র ছিল রঙ, আনন্দ ও সম্প্রীতির মেলবন্ধন। এই বিশেষ উৎসবে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (Brajesh Pathak) এক অনন্য উপায়ে অংশগ্রহণ করেছেন। উটে চড়ে জনতার সঙ্গে মিশে তিনি উৎসবের রঙিন আবহ উপভোগ করেছেন। (UP Holi Celebration) ভিজ্যুয়াল ফুটেজে দেখা যায়, তিনি জনগণের সঙ্গে হোলির আনন্দ ভাগ করে নিচ্ছেন এবং উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন। এই উপলক্ষে, বিজেপির (BJP) একাধিক নেতা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে হোলি উদযাপন করেছেন। সঙ্গীত (Music), নৃত্য (Dance) এবং পারস্পরিক সৌহার্দ্যের (Harmony) এক অনন্য আবহ সৃষ্টি হয়েছিল, যা এই উৎসবের সাংস্কৃতিক গুরুত্বকে প্রতিফলিত করে।

আরও পড়ুন:- Noida: প্রেমের ভয়ংকর পরিণতি, নৃশংস হত্যার শিকার নববধূ

হোলির আনন্দঘন পরিবেশে উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং উৎসবের মাধ্যমে (UP Holi Celebration) সম্প্রীতির (Unity) বার্তা তুলে ধরেন। তিনি বলেন, “আমি সবাইকে হোলির আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে এবং আমরা সবাই একসঙ্গে এই উৎসব পালন করছি। পাশাপাশি, এটি রমজান মাসও (Ramadan)। উত্তর প্রদেশে সম্প্রীতি বিরাজমান, এখানে সবকিছু শান্তিপূর্ণ রয়েছে।” উত্তর প্রদেশের আরেক উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) হোলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধী দলকে (Opposition) কটাক্ষ করতেও ভোলেননি। তিনি বলেন, “আজ কোনও উত্তেজনা নেই, কেবল বিরোধী দলের মনে। আমি তাদেরও হোলির শুভেচ্ছা জানাচ্ছি। হোলি এবং শুক্রবারের নামাজ (Friday Prayer) শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। অখিলেশ যাদব (Akhilesh Yadav) শুধু নিজের মনেই সমস্যা অনুভব করছেন। আমি তাকেও আমন্ত্রণ জানাচ্ছি, আসুন কিছু গুজিয়া (Gujiya) খেয়ে হোলি উপভোগ করি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

হোলি রঙের উৎসব (Festival of Colors) নামে পরিচিত, বসন্তের আগমন, মন্দের ওপর ভালোর জয় (Victory of Good over Evil) এবং জীবনের আনন্দ উদযাপনের একটি বিশেষ সময়। মন্দির থেকে শুরু করে শহরের রাস্তাঘাট, সর্বত্র রঙিন গুলালের (Gulal) উচ্ছ্বাসে মানুষ একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আনন্দে মেতে উঠেছে। উত্তর প্রদেশসহ গোটা দেশজুড়ে হোলির রঙিন আবহ বিরাজ করছে। মানুষ পরস্পরের গায়ে রং লাগিয়ে, নাচ-গানে মেতে উঠে উৎসব উদযাপন করছে। হোলির অন্যতম বৈশিষ্ট্য সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করা, যা উত্তর প্রদেশের (UP Holi Celebration) শাসক ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে প্রতিফলিত হয়েছে।