নিউজ পোল ব্যুরো: সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতকে (Indian Cricket Team) শিরোপা এনে দিতে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা যারা যারা নিয়েছিলেন তাঁদের মধ্যে রয়েছে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন না বরুণ। তবে জশপ্রীত বুমরাহ্ (Jasprit Bumrah) প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে তাঁর জায়গায় হর্ষিত রানাকে দলের শামিল করার পাশাপাশি যশস্বী জয়সওয়ালের পরিবর্তে নেওয়া হয় বরুণকে। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে এটাই যেন টার্নিং পয়েন্ট।
আরও পড়ুনঃ Lakshya Sen: অল ইংল্যান্ড ওপেনে থামল লক্ষ্যের দৌড়
বুমরাহ্বিহীন ভারতীয় বোলিং বরুণের (Varun Chakaravarthy) উপস্থিতিতেই অভেদ্য হয়ে উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম দুটি ম্যাচে সুযোগ না পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেমেই ৫ উইকেট তুলে নেন ভারতীয় লেগব্রেক বোলার। এরপর সেমিফাইনালে ক্রমশ বিধ্বংসী হয়ে উঠতে থাকা ট্র্যাভিস হেডকেও সাজঘরে ফেরান তিনি। সব মিলিয়ে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট নিয়েছেন বরুণ। আর এবারে তিনি ভাগ করে নিলেন তাঁর জীবনের দুঃস্বপ্নে ভরা এক অধ্যায়ের কাহিনী।
দুবাইয়ের মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন বরুণ। অথচ চার বছর আগে এই একই মাঠে শেষ হয়ে যেতে বসেছিল তাঁর কেরিয়ার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেও কোনো উইকেট পাননি ভারতীয় স্পিনার। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর গোটা দেশের চোঁখে রাতারাতি ভিলেন বনে গিয়েছিলেন। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে বরুণ জানাচ্ছেন, সেই সময় তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। নিষেধ করা হয়েছিল দেশে ফিরতে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ইউটিউবের একটি অনুষ্ঠানে এসে নিজের এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। বলেন, “ওই সময় হুমকি ফোন পেয়েছিলাম। বলা হয়েছিল, ‘দেশে ফিরো না।’ তাছাড়া লোকজন আমার বাড়ি পর্যন্ত চলে আসত। নজর রাখা হত আমার ওপর। তাই নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য হই।” এরই সঙ্গে যোগ করেন, “ওই সময়টা আমার জীবনের কালো অধ্যায়। ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। দেশের হয়ে খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। তাই অভিষেকের থেকেও প্রত্যাবর্তনটা আমার কাছে অনেক বেশি কঠিন ছিল।”