নিউজ পোল ব্যুরো: হোলির দিন ভয়ংকর কাণ্ড। খুন বিজেপি (BJP Leader) নেতা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হরিয়ানার সোনিপত জেলায় জমি সংক্রান্ত বিরোধের জের স্থানীয় এক বিজেপি নেতাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৯:৩০ টার দিকে জওহর গ্রামে বিজেপির মুন্ডলানা মণ্ডলের সভাপতি সুরেন্দ্র জওহরকে লক্ষ করে তার প্রতিবেশী তিনটি গুলি চালায়। অভিযুক্ত, যার নাম প্রকাশ করা হয়নি। সন্দেহভাজন ব্যক্তির কাকার নামে জওহর যে জমি কিনেছিলেন তার সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই জওহরকে জমিতে পা না রাখার জন্য সাবধান করেছিল। তবে, শুক্রবার রাতে বিজেপি নেতা জমি পরিষ্কার করতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি তার মুখোমুখি হয় এবং গুলি চালায়।
আরও পড়ুনঃ Murder: প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে মদের আসরে খুন
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিজেপি নেতা (BJP Leader) আক্রমণকারীকে নিয়ে একটি দোকানে ঢুকে পড়ছেন। বিজেপিকে নেতাকে বলতে শোনা যায়, “মুঝে মার দিয়া (সে আমাকে মেরে ফেলেছে)।” জওহর বারবার চিৎকার করে, তারপর সন্দেহভাজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং সরাসরি গুলি করে। জওহর ঘটনাস্থলেই মারা যান। তার কাকা এবং প্রত্যক্ষদর্শী সুলতান সিং অপরাধের বিস্তারিত বিবরণ দেয় পুলিশকে। সুলতান সিং-এর মতে, সুরেন্দ্রের সঙ্গে মান্নু নামে অভিযুক্তের দীর্ঘদিনের জমি বিরোধ ছিল। তিন বিঘা জমি নিয়ে এই বিরোধ ছিল, যা ইতিমধ্যেই আদালতে মামলার বিষয় ছিল। সুরেন্দ্র জমির জন্য মান্নুকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে কিন্তু মান্নু সুরেন্দ্রের নামে হস্তান্তর সম্পন্ন করতে অনিচ্ছুক ছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/