নিউজ পোল ব্যুরো: হোলি (Holi) উপলক্ষ্যে বসেছিল মদের (Drink) আসর। হঠাৎ শুরু হয় বচসা (Quarrel)। আর তারপরেই চলল গুলি (Fire)। প্রাণ হারালেন তপন বর্মণ নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার (Coochbehar) দিনহাটা (Dinhata) মহকুমার পেটলা এলাকায়। একজনকে ইতিমধ্যেই আটক (Arrested) করেছে পুলিশ (Police)।
আরও পড়ুন: Nandigram : নন্দীগ্রামে উদ্ধার ট্রলিবন্দি শিশু
পুলিশ সূত্রে খবর এলাকার (Dinhata) দুজনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন তপন বর্মণ। হঠাৎই তাদের মধ্যে কোন কারণে বচসার সূত্রপাত ঘটে। আর তারপরেই হঠাৎ তার দিকে গুলি চালায় বাকি দুজন। প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা অবস্থায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে তাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে বচসার বাঁধল খতিয়ে দেখা হচ্ছে। কোন পুরনো শত্রুতা বা বিবাদ ছিল কিনা তাও দেখা হচ্ছে।
পরিবার সূত্রে খবর, ভিনরাজ্যে কাজ করতেন তপন। বাড়ি দিনহাটা (Dinhata) মহকুমার পেটলা এলাকায়। তিনি ও তাঁর মা রত্না বর্মন বাড়িতে একাই থাকতেন। এইভাবে ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। ছেলের মৃত্যু নিয়ে তিনি বলেছেন, ‘সকাল দশটায় বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিল বন্ধুবান্ধবের সঙ্গে। এরপর আর কোনও খোঁজ পাইনি ছেলের। বিকেল পাঁচটায় এক প্রতিবেশী জানান ছেলের দেহ দিনহাটা হাসপাতালে রয়েছে।’
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
স্থানীয় সূত্রে খবর সিঙ্গিমারী নদীর ধারে ঘটনাটি ঘটেছে। মূল অভিযুক্ত পলাতক। কোচবিহারের পুলিশ সুপারিনটেনডেন্ট দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, “নেশার ঘোরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।” অভিযুক্তের কাছে বন্দুক কীভাবে এল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।