নিউজ পোল ব্যুরো: বালোচিস্তানে জাফর এক্সপ্রেস (Zafar Express) অপহরণ কাণ্ডের রেশ এখনও মিলিয়ে যায়নি, তার মধ্যেই নতুন করে রক্তক্ষয়ী হামলার ঘটনা (Balochistan Blast)ঘটল। শনিবার, বালোচিস্তানের তুরবত (Turbat) শহরে পাক সেনার কনভয়ে ভয়াবহ আইইডি বিস্ফোরণ (IED Blast) ঘটে। স্থানীয় সূত্রের খবর, এই বিস্ফোরণে কনভয়ে থাকা বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:- Donald Trump: ৪১টি দেশের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড ঝোলাচ্ছেন ট্রাম্প
যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি, তবে পুলিশের সন্দেহের তির বালোচিস্তান লিবারেশন আর্মি (Balochistan Liberation Army – BLA)-র দিকেই। কিছুদিন আগেই জাফর এক্সপ্রেস অপহরণ (Train Hijack in Balochistan) কাণ্ডে বিদ্রোহীরা জড়িত ছিল, এবং পরে তাদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হয়। বিদ্রোহীরা আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যদি পাক সেনা তাদের বিরুদ্ধে আক্রমণ চালায়, তবে তারা ইসলামাবাদকে পরবর্তী নিশানা করবে। সেই প্রেক্ষিতে, সেনার কনভয়ে এই বিস্ফোরণ (Balochistan Blast)যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মঙ্গলবার, বালোচিস্তানের বোলান (Bolan) জেলার মাশকাফ সুড়ঙ্গ (Mashkaf Tunnel) থেকে জাফর এক্সপ্রেস ট্রেন (Zafar Express Hijack) অপহরণ করে বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টার অভিযান (Military Operation) শেষে পাক সেনা যাত্রীদের উদ্ধার করে। সেনা দাবি করেছিল, অভিযানে সব বিদ্রোহী মারা গিয়েছে। কিন্তু বিদ্রোহীদের পাল্টা দাবি ছিল, সংঘর্ষে ৩০ জন পাক সেনার মৃত্যু (Pakistan Army Casualties) হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
শুক্রবার, বালোচিস্তানের হামলার আগে, খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের ওয়াজিরিস্তান (Waziristan) অঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing in Mosque) ঘটে। আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে (Maulana Abdul Aziz Mosque) দুপুরের প্রার্থনার সময় এই বিস্ফোরণ (Balochistan Blast) ঘটে। যদিও এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহের তির বিএলএ-এর দিকেই। টানা একের পর এক বিদ্রোহী ও জঙ্গি হামলায় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে, বালোচিস্তান (Balochistan Insurgency) ও খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa Terror Attacks) অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও আক্রমণ বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান সরকার বিদ্রোহ দমনে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা তৈরি হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z