Bangladesh: সরকারের শাস্তিমূলক পদক্ষেপ! নিষিদ্ধ পর্ণ সাইট

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) এক নতুন সিদ্ধান্তের ফলে পর্নোগ্রাফি সাইটগুলো (Pornography site) বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে সরকার এই ঘোষণা দেয় এবং শুক্রবার থেকেই তা কার্যকর হয়েছে। সরকার এই পদক্ষেপটি এক ধর্ষণ কাণ্ডের পর নিয়েছে, যা সারা দেশে উত্তেজনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন:Nadia : বউমার অস্ত্রের কোপে রক্তাক্ত শাশুড়ি!

ঘটনাটি ঘটে গত সপ্তাহে (Bangladesh) মাগুরা জেলায়, যেখানে একটি আট বছর বয়সী শিশুর উপর নৃশংস ধর্ষণ (Brutal rape)করা হয়। শিশুটি তার আত্মীয়ের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি পরে মারা যায়, এবং তার মৃত্যু দেশের মানুষের মধ্যে ক্ষোভ এবং শোকের সৃষ্টি করে। নির্যাতিতার (victim)মৃত্যুর পর জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাটির প্রেক্ষিতে সরকার তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন করে, যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন যে, পর্নোগ্রাফি সাইটগুলো ((Pornography site)বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:Uttar Pradesh: জমির লোভ দেখিয়ে গৃহপরিচারিকাকে যৌন নিগ্রহের ফাঁদ

আইন উপদেষ্টা এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলেন, “পর্নোগ্রাফি এবং ধর্ষণের মধ্যে একটি সম্পর্ক রয়েছে।” তিনি আরও বলেন, “সরকার এই ঘটনায় এক মুহূর্তও দেরি করেনি, এবং অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। বিচার প্রক্রিয়া আগামী রবিবার অথবা সোমবার শুরু হবে।”

এছাড়া, তিনি জানান যে, পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধের মাধ্যমে সরকার দেশের নৈতিক অবস্থান শক্তিশালী করতে চায়। সামাজিক অপরাধের (Social crime)বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে শিশু এবং নারীদের প্রতি সহিংসতা এবং যৌন হয়রানির (Sexual harassment)ঘটনা কমানোর আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই পদক্ষেপটি বাংলাদেশের (Bangladesh) জনগণের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে কেউ এটি স্বাগত জানাচ্ছে, অন্যদিকে কিছু মানুষ মনে করছে যে এটি অতিরিক্ত পদক্ষেপ, যা নাগরিক স্বাধীনতার প্রতি হুমকি হতে পারে।