Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতকেই চায় বোর্ড!

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: একেই বলে, সময়। কখন যে কীভাবে পাল্টে যায় তা বোঝার সাধ্য বোধহয় স্বয়ং বিধাতা পুরুষেরও নেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হোয়াইটওয়াশ আর তারপর অস্ট্রেলিয়া থেকে বর্ডার গাভাস্কার ট্রফি ১-৩ হেরে ফেরা। এই দুই সিরিজেই লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মার (Rohit Sharma) বিদায়টা পাকা হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু সময়ের ফেরে ফের বদলে গেল দৃশ্যপট। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট সিরিজেও জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হিটম্যান।

আরও পড়ুনঃ Varun Chakaravarthy: ‘দেশে ফিরো না…’, হুমকি দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো বোলারকে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যই বদলে দিয়েছে অধিনায়ক রোহিতের (Rohit Sharma) ভাগ্য। জোড়া সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে না পারলেও রোহিতের নেতৃত্বে একটি ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। শুধু কি তাই? ফাইনালে ৭৬ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান তিনি। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ইনিংসের পর থেকেই রোহিতের ব্যাপারে মনোভাব বদলে গিয়েছে ভারতীয় বোর্ডের।

Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কপিল দেব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি একের বেশি আইসিসি ট্রফি জিতেছেন। এরপর থেকেই মনে করা হচ্ছে যে ২০২৭ বিশ্বকাপেও দেখা যাবে তাঁকে। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং পর্যন্ত মনে করেন যে ২০২৭ সালে বিশ্বকাপ জেতার চেষ্টা করবেন রোহিত।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে শুধু একদিনের ক্রিকেটে নয়। টেস্টেও যে রোহিতেই আস্থা রাখতে চাইছে বিসিসিআই সে কথাই তুলে ধরা হয়েছে উক্ত রিপোর্ট। সেখানে ভারতীয় বোর্ডকে উদ্ধৃত করে বলা হয়েছে, “রোহিত কী করতে পারে তা ও দেখিয়ে দিয়েছে। বোর্ডের সকলেই মনে করছে, ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দেওয়ার সবথেকে যোগ্য লোক রোহিতই। আর সাদা বলের ফরম্যাটে তো রোহিত নিজে থেকেই খেলার আগ্রহ দেখিয়েছে!”