নিউজ পোল ব্যুরো: আইপিএলে (IPL 2025) বাঙালি ক্রিকেটার (Bengali Cricketers) যাও বা হাতে গুনে দেখা যায় কিন্তু আম্পায়ার (Bengali Umpire) নৈব নৈব চ। এর আগে প্রেমদীপ চট্টোপাধ্যায় (Premdip Chatterjee) তৃতীয় বা চতুর্থ আম্পায়ারের (3rd and 4th Umpire) দায়িত্ব সামলেছেন। অনফিল্ড নয় (Onfield Umpire)। কিন্তু এবার প্রথমবার অনফিল্ড আম্পায়ার হিসেবে আইপিএলে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্যকে (Abhijit Bhattacharya) বাংলার ক্রিকেট (Bengal Cricket) ইতিহাসে যা সর্বপ্রথম। তবে আইপিএলে এর আগে চতুর্থ আম্পায়ারের কাজ করেছেন তিনি। মহিলা আইপিএলেও (Women’s IPL) সামলেছেন দায়িত্ব।
আরও পড়ুন: KKR: গম্ভীর-পর্ব অতীত, সামনে চলো নীতি কেকেআরের
বছর দুয়েক আগে ২০২৩ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছিলেন বাংলার অভিজিৎ। দীর্ঘদিন ধরেই বঙ্গ ক্রিকেট তথা ভারতীয় ঘরোয়া ক্রিকেট মহলে পরিচিত মুখ তিনি। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারই পুরস্কার (IPL 2025 Umpire) পেলেন বলে মনে করছেন তিনি।
২০২৩ সালের আইপিএলে বিসিসিআইয়ের আম্পায়ার তালিকায় বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে থাকলেও গত মরশুমে জায়গা হয়নি অভিজিতের। কিন্তু এবার (IPL 2025) মোট ৬টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি এবং ছটি ম্যাচেই থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। যার মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের মত হাইভোল্টেজ ম্যাচের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। সবকটি ম্যাচেই দ্বিতীয় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
গোলাপি বলে ভারতের প্রথম দিন-রাতের ম্যাচেও আম্পায়ার ছিলেন অভিজিৎ। ২০১৬ সালে সিএবি সুপার লিগের ফাইনাল হয়েছিল গোলাপি বলে। ভারতের মাটিতে পিঙ্ক বলে খেলা হয়েছিল সেই প্রথম। চারদিনের ম্যাচে মোহনবাগান ভবানীপুরকে হারায় ২৯৬ রানে। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামির মত জাতীয় দলের তারকারা খেলেছিলেন মোহনবাগানের হয়ে। প্রেমদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে আম্পায়ারিং করেছিলেন অভিজিৎ। কিছুদিন পরেই ছিল ভারতের প্রথম পিঙ্ক বলে টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে। গোধূলি বেলায় গোলাপি বল কেমন আচরণ করবে সেই সম্পর্কে ক্রিকেটারদের থেকে আয়োজকরা সকলেই ছিলেন উদ্বিগ্ন। কিন্তু অভিজিৎই প্রথম বলেছিলেন যে সেরকম কোন পরিবর্তন দেখা যাবে না গোলাপি বলে।

১৩টি প্রথম শ্রেণী, ৩০টি লিস্ট এ এবং ৩৮টি টি-২০ ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়াও মোট ৬টি ঘরোয়া ম্যাচে সামলেছেন টিভি আম্পায়ারের দায়িত্বও। এবারের রঞ্জি ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিদর্ভ বনাম তামিলনাড়ু, বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিদর্ভ বনাম মহারাষ্ট্র, সৈয়দ মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দিল্লি বনাম মধ্যপ্রদেশ ম্যাচ ছাড়া দলীপ ট্রফিরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়াও ভারতের ‘এ’ দল এবং গত বছর ভারতীয় অনূর্ধ্ব উনিশ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের প্রথম আনঅফিসিয়াল টেস্টেও আম্পায়ারিং করেছেন তিনি। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের (IPL 2025) দায়িত্ব পাওয়াই খুশির হাওয়া বঙ্গ ক্রিকেটে।