PK Banerjee: খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

Uncategorized

নিউজ পোল ব্যুরো: সোমবার সকালে কলকাতার সল্টলেকে ঘটে গিয়েছে ভয়ংকর ঘটনা। তাও আবার ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে ব্যানার্জীর (PK Banerjee) বাড়িতে। বাড়ির গাড়ি চালকের হাতে খুন হয়েছেন পরিচারক। সেই ঘটনাতেই উঠেছে এল এবার চাঞ্চল্যকর তথ্য।

বাড়িতে প্রাক্তন ফুটবলার ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে তাঁদের মেয়েরা থাকতেন। সেখানেই দুই পরিচারকের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা চলাকালীন বরুন ঘোষ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে গোপীনাথ মুহুরিকে। তাতেই মৃত্যু হয় গোপীনাথের। গ্রেফতার করা হয় বরুণ ঘোষকে। এদিন পুলিশ আদালতে নিয়ে যাওয়ার সময়েই মৃত ব‍্যক্তি গোপীনাথের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন গ্রেফতার হওয়া যুবক বরুণ ঘোষ। পুলিশকে তিনি বলেছেন, “টাকা চুরি করেছিল। টাকা পয়সা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। আমাকে অনেক কথা বলেছিল। টাকা আমি চুরি করিনি। আমি ওপরে যাই না,ওরা যায়। ছুরি ওই নিয়ে আসে ও আগে আমাকে গলায় মারে। গালিগালাজ করছিল।’’ ঘটনা নিয়ে বাড়ির অন্য এক পরিচারক মোহন গিরির দাবি, ‘‘গতকাল যখন এই ঘটনা ঘটে তখন ম্যাডাম (পিকের কন‍্যা পলা) ছিল। ম্যাডাম পুলিশকে খবর দেন।’’

আরও পড়ুনঃ Murder: প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে মদের আসরে খুন

প্রসঙ্গত, সল্টলেকে জিডি ব্লকে পিকে ব্যানার্জীর (PK Banerjee) ২৭৩ নম্বর বাড়িতে মদের আসর বসেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেখানেই ভয়ানক ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এর পরে খবর যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে বরুণ ঘোষকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বাড়িতে ছুরি চালানোর পর বাড়ির একটি গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িটিকে সিজ করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। সেই গাড়িতে স্টিকার লাগানো প্রাক্তন ভারত অধিনায়ক প্রসূন ব্যানার্জীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই জনের মধ্যে একজন গাড়িচালক ও একজন কেয়ারটেকার ছিলেন। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলেই দাবি পুলিশের। শুক্রবার রাতে খুনের (Murder) ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে গাড়ির চালককে দফায় দফায় জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দোলের দিন রাতে বাড়ির গাড়িচালক বরুণ ঘোষের সঙ্গে পরিচারক ভগীরথ মুহুরির মদ খাওয়া নিয়ে বিবাদ বাধে। সেই বিরোধ পৌঁছায় হাতাহাতিতে। অভিযোগ মাঝরাতে অস্ত্র নিয়ে ভগীরথের উপর আক্রমণ করে বরুণ ঘোষ। ভগীরথ নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে আঘাত আটকাতে ব্যর্থ হয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/