Kolkata: কলকাতায় ভিনরাজ্যের যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: খাস কলকাতায় (Kolkata) ফের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের (Bihar) বাসিন্দা এক যুবকের দেহ (Body) উদ্ধার হয়েছে কলকাতার কসবা এলাকার এক শপিং মলের পিছনে। একটি জলাশয় থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ জলাশয়ে ভেসে থাকতে দেখা গেলে খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ওই যুবক কলকাতায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী মৃত যুবক শুক্রবার রাতে কসবা এলাকার ওই শপিং মলের পিছনের জলাশয়ের পাশে ঘোরাঘুরি করছিল। তার পর থেকেই সে নিখোঁজ ছিল। খবর পেয়েই লালাবাজারের হোমি সাইড শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে । শুরু হয়ে তদন্ত। জলে ডুবে মৃত্যু হয়েছে, নিজে ওই জলাশয়ে অসাবধানতা বশে পড়েছেন নাকি অন্য কেউ খুন করে জলে ফেলে দিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

আরও পড়ুনঃ Murder: প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে মদের আসরে খুন

তবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, মদ্যপ অবস্থায় ছিল ওই যুবক। নেশার কারণে নিজেকে সামলাতে না পেরে জলাশয়ে তলিয়ে গিয়েছে। সকালে ভেসে ওঠে দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই আসলে ঠিক কি ঘটেছে তা স্পষ্ট হয়ে যাবে। তথ্য সংগ্রহ করার জন্য পুলিশ ইতিমধ্যেই যুবকের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছে। কারও সঙ্গে কোনও পুরানো শত্রুতা ছিল কিনা সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। মৃত যুবক যাঁদের বাড়িতে এসেছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। যুবক কোনও অবসাদে ভুগছিলেন কিনা, পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা, তদন্তকারীরা সবটাই খতিয়ে দেখছেন। কারা যুবককে শেষ বার দেখেছিল তাদের বয়ান নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। তবে গত কয়েকমাসে কলকাতায় (Kolkata) একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই নিজের সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছিল এক দম্পতি। তারপর ফের এই ঘটনা সামনে এল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/