নিউজ পোল ব্যুরো: একসময় বলিউডের অন্যতম চর্চিত দম্পতি (Malaika- Arbaaz) ছিলেন মালাইকা অরোরা (Malaika Arora) ও আরবাজ খান (Arbaaz Khan)। তাঁদের প্রেম, বিয়ে, এবং দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক বহু মানুষের কাছে ছিল অনুপ্রেরণা। কিন্তু ২০১৭ সালে যখন তাঁদের ডিভোর্স (Divorce) হয়, তখন অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। কী এমন ঘটেছিল যে এতদিনের সম্পর্কের ইতি টানতে বাধ্য হলেন তাঁরা? সম্প্রতি নিজের রিয়ালিটি শো’তে (Reality Show) এই বিষয়ে খোলাখুলি কথা বলেছেন মালাইকা।
আরও পড়ুনঃ Holi Festival: দোলের মঞ্চে মেতে উঠলেন সুজিত বসু ও সব্যসাচী দত্ত
একটি টক শো’তে ফারহা খানের সঙ্গে কথোপকথনে মালাইকা (Malaika- Arbaaz) জানান, প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল। এমনকি ‘দাবাং’ (Dabangg) ছবির সময় পর্যন্তও তাঁদের মধ্যে তেমন কোনো বড় সমস্যা দেখা যায়নি। উল্লেখযোগ্যভাবে, এই ছবির জনপ্রিয় গান ‘মুন্নি বদনাম হুয়ি’ (Munni Badnaam Hui)-তে পারফর্মও করেছিলেন মালাইকা। তবে এই ছবি মুক্তির পর থেকেই ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে তাঁদের জীবনে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বলিউডে অনেক তারকার সম্পর্কে ভাঙনের পেছনে পরকীয়া (Extramarital Affair) বা বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ উঠে আসে। তবে মালাইকা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের পেছনে এমন কোনো বিষয় ছিল না। বরং তাঁর মনে হয়েছিল, ব্যক্তিগত জীবনে তিনি নিজের স্পেস (Space) হারিয়ে ফেলছেন। নিজের অস্তিত্ব নিয়ে একধরনের অস্বস্তি বোধ করেছিলেন। মালাইকা বলেন, তিনি অনুভব করছিলাম যে আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নিজের পরিচয়, নিজের জায়গা যেন হারিয়ে ফেলছে। তখনই তিনি, নিজেকে গুছিয়ে নিতে গেলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। দাম্পত্য জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদের কঠিন সময় সামলাতে মালাইকাকে (Malaika- Arbaaz) সাহায্য করেছিলেন তাঁর কাছের বন্ধুরা। যদিও তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে, তবুও মালাইকা আজও আরবাজের প্রতি শ্রদ্ধাশীল।