Nadia : বউমার অস্ত্রের কোপে রক্তাক্ত শাশুড়ি!

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নদিয়ার (Nadia) কল্যাণী (Kalyani) শহরের সগুনার নবগ্রাম (Nabagram) এলাকায় ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। এক বধূর হাতে রক্তাক্ত হলেন তাঁরই বৃদ্ধ শাশুড়ি। ধারালো অস্ত্রের (Sharp weapon) আঘাতে গুরুতর জখম ওই বৃদ্ধা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ (Police Arrest)। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ Water Conservation: জল সংরক্ষণে পশ্চিমবঙ্গের মডেল, প্রশংসায় সোনম ওয়াংচুক

শনিবার সকালবেলা নদিয়ার (Nadia) নবগ্রামের বাসিন্দা প্রিয়সী বারুই (Priyosi Barui) প্রতিদিনের মতো স্নান করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আচমকা তাঁর উপর চড়াও হন তাঁর বউমা উপাসনা বারুই (Upasana Barui)। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতে ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধার উপর এলোপাথাড়ি কোপাতে থাকেন উপাসনা। কিছুক্ষণ প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও প্রবল রক্তক্ষরণের ফলে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। বৃদ্ধার চিৎকার শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের চোখের সামনে তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন প্রিয়সী। কেউ দেরি না করে দ্রুত তাঁকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল (Kalyani Jawaharlal Nehru Memorial Hospital) নিয়ে যান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এলাকায় এমন নৃশংস ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। স্থানীয়রা খবর দেন কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে (Gayeshpur Police Outpost)। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত উপাসনা বারুইকে গ্রেফতার (Arrest) করে। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির (Family Dispute) জেরেই ঘটেছে এই রক্তাক্ত ঘটনা। তবে পুলিশ নিশ্চিত হতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সেই অশান্তিই কি এমন ভয়াবহ রূপ নিল, নাকি অন্য কোনো কারণ আছে? তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ঘটনার পর থেকেই নবগ্রাম এলাকায় (Nabagram, Nadia) ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবেশীরা এমন নির্মম ঘটনায় স্তম্ভিত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ঘটনার আসল কারণ সামনে আনা হবে।