Nandigram : নন্দীগ্রামে উদ্ধার ট্রলিবন্দি শিশু

breakingnews অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: গোটা পশ্চিমবঙ্গ জুড়েই যেন শুরু হয়েছে শিশু মৃত্যুর খেলা। নন্দীগ্রামের (Nandigram) শিমুলকুন্ডু গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে এক চাঞ্চল্যকর শিশু চুরির (Child Kidnapping) ঘটনায়। গৃহশিক্ষক-সহ পাঁচজনের বিরুদ্ধে চার বছরের শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ট্রলি ব্যাগের (Trolley Bag) মধ্যে করে শিশুটিকে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। তবে শেষ পর্যন্ত পুলিসের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, শিশুটির বাবা-মা কর্মসূত্রে প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। বাবা স্থানীয় একটি চায়ের দোকান চালান, আর মা রুটি বিক্রি করেন বিভিন্ন গ্রামে ঘুরে। এই সুযোগ কাজে লাগিয়েই গৃহশিক্ষক (Private Tutor) এবং তার সহযোগীরা তাদের পরিকল্পনা কার্যকর করে। শিশুটির নয় বছরের দিদির গৃহশিক্ষক পড়ানোর নাম করে সকালে বাড়িতে প্রবেশ করে। এরপর দিদিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং ছোট ভাইয়ের মুখে কাপড় গুঁজে তাকে চুপ করিয়ে দেয়। পরে শিশুটিকে ট্রলি ব্যাগে ঢুকিয়ে পালানোর চেষ্টা করে। তবে কিছুক্ষণ পরই দিদি নিজেকে মুক্ত করে এবং চিৎকার করে বিষয়টি প্রতিবেশীদের জানায়। চারদিকে খোঁজাখুঁজি শুরু হলে অভিযুক্তরা শিশুটিকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোল পুকুর এলাকায় গিয়ে তারা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিসকে খবর দেয়। নন্দীগ্রাম থানার (Nandigram Police) পুলিস তদন্তে জানতে পারে, শিশুটিকে অপহরণের পর তাকে নিস্তেজ করে রাখতে নেশাজাতীয় দ্রব্য (Intoxicants) ব্যবহার করা হয়েছিল। তবে দমবন্ধ হয়ে যাতে মারা না যায়, তাই ট্রলি ব্যাগের চেন খুলে রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ Nadia Incident: দোলের রাতে নারকীয় কান্ড, বাবার হাতে মেয়ের খুন

ঘটনায় মূল অভিযুক্ত গৃহশিক্ষকের মা ও স্ত্রীও জড়িত ছিল বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে এক নার্সিং (Nursing) ছাত্রীও ছিল, যাকে পরে গ্রেফতার করা হয়। পুলিসের দীর্ঘ তদন্ত ও অভিযান শেষে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের রবিবার আদালতে (Court) তোলা হবে বলে জানা গিয়েছে। এর আগে নদিয়া (Nadia) জেলাতেও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। ধুবুলিয়া থানার (Dhupulia Police) অধীনে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজ (Jalangi Bridge) থেকে নিজের চার বছরের মেয়েকে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই ওই ব্যক্তি প্রথমে শিশুটিকে রাস্তার ওপর আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। তাতে মৃত্যু নিশ্চিত না হওয়ায় সে শিশুটিকে ব্রিজের ওপর থেকে জলঙ্গি নদীতে ফেলে দেয়। এরপর বাড়ি ফিরে নিজের মাকে জানায় যে সে তার মেয়েকে হত্যা করেছে।

নন্দীগ্রাম (Nandigram) ও নদিয়ায় এই দুই মর্মান্তিক ঘটনায় সমাজে নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। একদিকে শিশু চুরির মতো অপরাধ (Crime), অন্যদিকে নিজের সন্তানকে হত্যা করার মতো নির্মমতা সমাজকে নাড়িয়ে দিয়েছে। পুলিস দু’টি ক্ষেত্রেই তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং দোষীদের কঠোর শাস্তির (Punishment) মুখোমুখি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/