নিউজ পোল ব্যুরো: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কখনও নয়া শুল্কনীতি চালু তো কখনও আবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা। ট্রাম্পের এইসব সিদ্ধান্তে কার্যত সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। আর এবার ৪১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে আমেরিকা।
আরও পড়ুনঃ Vladimir Putin: “আত্মসমর্পণ করো!” ট্রাম্পকে ঢাল করে ইউক্রেনকে হুঙ্কার রুশ রাষ্ট্রপতির
সূত্রের খবর, দ্বিতীয়বারের মত মার্কিন মসনদে বসার পরই ট্রাম্প (Donald Trump) প্রসাশনিক স্তরে একটি নির্দেশিকা জারি করে ক্যাবিনেটের সদস্যদের জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি তালিকা তৈরি করতে আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কোন দেশের পর্যটকদের আংশিক বা পূর্ণ বৈধতা দেওয়া হবে তা নিয়েই এই তালিকা। আর সেখানে ইতিমধ্যেই তিনটি আলাদা গোষ্ঠীতে ৪১টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় রয়েছে ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান এবং আফগানিস্তানের নাম। অর্থাৎ আগামী দিনে এই দুই দেশের নাগরিকদের জন্য আমেরিকা ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ হতে পারে। শোনা যাচ্ছে, প্রথম গোষ্ঠীতে রয়েছে আফগানিস্তান, সিরিয়া, কিউবা, ইরান এবং উত্তর কোরিয়াসহ মোট ১০টি দেশের নাম। এই দেশগুলির নাগরিকদের ভিসায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এরপর দ্বিতীয় গোষ্ঠীতে থাকা ৫টি দেশ ইরিত্রিয়া, মায়ানমার, হাইতি, লাওস এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ চাপানো হতে পারে। আর তৃতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির নাগরিকদের ভিসায় আংশিক নিষেধাজ্ঞা জারি হতে পারে। তবে এইসব দেশের মানুষদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি দূর করতে ৬০ দিন সময় দেওয়া হবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই তৃতীয় তালিকাতেই রয়েছে পাকিস্তান। সেইসঙ্গে রয়েছে বেলারুশ এবং তুর্কমেনিস্তানের নামও। যদিও মার্কিন প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, এই তালিকা পরে পরিবর্তিতও হতে পারে। অর্থাৎ নতুন কোনও নাম যুক্ত হতে পারে। আবার কোনও কোনও নাম বাদ দেওয়াও হতে পারে। উল্লেখ্য, এবারেই প্রথম নয়। এর আগে গত ২০১৮ সালে প্রথমবারের মত ক্ষমতায় থাকাকালীনও একই চাল দিয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। সেবার সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা চাপানো হয়। যদিও ২০২১ সালে ক্ষমতায় এসে সেই নিষেধাজ্ঞা তুলে নেন জো বাইডেন (Joe Biden)।