Golden Temple: হোলি উৎসবের মাঝে স্বর্ণমন্দিরে আক্রমণ, আহত ৫

দেশ

নিউজ পোল ব্যুরো: স্বর্ণমন্দিরে (Golden Temple) অমানবিক হামলা! ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। যেখানে হোলির রঙের পরিবর্তে রক্তের ছাপ দেখা যায়। অভিযোগ, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি লোহার রড হাতে নিয়ে স্বর্ণমন্দিরে (Golden Temple) হামলা চালায়। রডের আঘাতে গুরুতর আহত হন পাঁচজন, যাদের মধ্যে কয়েকজন স্বেচ্ছাসেবকও ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে Local hospital ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তৎপরতার সাথে হামলাকারীকে গ্রেপ্তার (Arrest) করেছে, তবে এখনো হামলার পেছনে সন্ত্রাসী যোগ (Terrorist) রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

আরও পড়ুন:Vladimir Putin: “আত্মসমর্পণ করো!” ট্রাম্পকে ঢাল করে ইউক্রেনকে হুঙ্কার রুশ রাষ্ট্রপতির

ঘটনাটি ঘটেছে স্বর্ণমন্দিরের (Golden Temple) গুরু রামদাস লঙ্গরখানার পাশের কমিউনিটি কিচেনে, যেখানে শুক্রবার সন্ধ্যায় বহু ভক্ত উপস্থিত ছিলেন। তারা একদিকে প্রসাদ গ্রহণ করছিলেন, অন্যদিকে কিছু মানুষ কিচেনের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে এক ব্যক্তি রড নিয়ে হঠাৎ করে হামলা চালাতে শুরু করেন। কমিউনিটি কিচেনের (Community Kitchen) দুই স্বেচ্ছাসেবক (Volunteer) তাকে রোধ করার চেষ্টা করলে তাদের ওপর হামলা হয়। এলোপাথাড়ি আঘাতের ফলে জনতার মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। চিৎকারে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:Attukal Pongala: কেরলে পোঙ্গল উৎসবে সম্প্রীতির অনন্য নজির!

ধৃত ব্যক্তির নাম জুলফান, সে হরিয়ানার (Haryana),বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হামলার আগে জুলফান এবং তার এক সঙ্গী এলাকায় রেকি করেছিল এবং পরিস্থিতি অনুযায়ী হামলা চালিয়েছিল। পুলিশ এই হামলার পেছনে আরও কিছু গোপন উদ্দেশ্য থাকতে পারে এমন সন্দেহ করছে। তারা জানাচ্ছে, হোলির মতো উৎসবমুখর দিনে এই ধরনের হামলা একটি বড় চক্রান্তের অংশ হতে পারে, যা সম্ভবত একটি মাস্টারমাইন্ডের কাজ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এটি ২০২৪ সালের শেষের দিকে সুখবীর সিং বাদলের উপর হামলার পর ফের স্বর্ণমন্দিরে ঘটল। এই হামলা আবারও অতীতের স্মৃতি উস্কে দিয়েছে, যেখানে খলিস্তানপন্থীদের মদত থাকার সম্ভাবনাও উত্থাপন হচ্ছে। পুলিশ এবং স্বর্ণমন্দির কর্তৃপক্ষ ঘটনা তদন্তে গুরুত্ব দিয়ে কাজ করছে।