নিউজ পোল ব্যুরো: বিদেশে উচ্চশিক্ষায় ভারতীয় পড়ুয়াদের (Indian Students) সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কেন্দ্রীয় সরকারের (Central Government) সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে যে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইউকে(UK), ইউএসএ (USA), কানাডা (Canada), অস্ট্রেলিয়া (Australia)—এই সব দেশে উচ্চশিক্ষার Higher education জন্য ভারতীয় পড়ুয়াদের সংখ্যা ১৫ শতাংশ কমে গিয়েছে। বিশেষত, ক্যানাডায় ভারতীয় পড়ুয়াদের (Indian Students) সংখ্যা ৪২ শতাংশ, ইউকে-তে ২৭.৭ শতাংশ এবং ইউএসএ-তে ১২.৯ শতাংশ কমেছে। এই পতনের মূল কারণ হিসেবে শিক্ষামহল বিশেষজ্ঞরা বেশ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন, যার মধ্যে রয়েছে কঠোর ভিসা নীতি (Strict visa policy), রাজনৈতিক অস্থিরতা (Political instability), দক্ষিণপন্থী রাজনীতির উত্থান (The rise of right-wing politics) এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা।
আরও পড়ুন:Sundar Pichai: হোলি উদযাপনে সুন্দর পিচাইয়ের বিশেষ শুভেচ্ছা বার্তা!
সাম্প্রতিক সংসদীয় প্রশ্নোত্তরে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ ই টি মহম্মদ বশির বিদেশে ভারতীয় ছাত্রছাত্রীদের বর্তমান সংখ্যা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সেদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) জানিয়েছেন, ২০২৩ সালে ৮ লাখ ৯২ হাজার ৯৮৯ জন ভারতীয় পড়ুয়া (Indian Students) বিদেশে ছিলেন, যা ২০২৪ সালে কমে ৭ লাখ ৫৯ হাজার ৬৪-এ দাঁড়িয়েছে। এই ড্রপের অন্যতম কারণ, আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের (Political relations)অবনতি এবং ভিসা নীতির কঠোরতা।
আরও পড়ুন:Donald Trump: আমেরিকার অর্থনীতিতে বড় পরিবর্তন, মন্দার সম্ভাবনা?
বিশেষজ্ঞরা বলছেন, কানাডায় (Canada) ভারতীয় পড়ুয়াদের সংখ্যা ৪২ শতাংশ কমার পেছনে রয়েছে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি, বিশেষ করে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যা ইস্যু। ইউকে এবং ইউএসএ-তেও একই ধরণের পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে উচ্চশিক্ষার ফি বেড়েছে এবং স্কলারশিপের সুযোগ কমে গিয়েছে। দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তির উত্থান এবং তাদের কঠোর অভিবাসী নীতিও ভারতীয় ছাত্রদের বিদেশে যেতে অনুৎসাহিত করেছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
তবে, রাশিয়া (Russia) এবং নিউজিল্যান্ডে (Newzealand) ভারতীয় পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ায় শিক্ষার খরচ তুলনামূলকভাবে কম, যা যুদ্ধের পরেও বহু ভারতীয় ছাত্রকে আকর্ষণ করছে। এই পরিস্থিতিতে, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও সুযোগ তৈরি করা উচিত, যাতে বিদেশে না গিয়ে ছাত্ররা দেশের অভ্যন্তরে শিক্ষা গ্রহণে উৎসাহী হয়।