Birbhum: বীরভূমের কিছু অংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: বীরভূমের (Birbhum) বেশ কিছু জায়গাতে গুজব এবং বেআইনি কার্যকলাপ রোধে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspended )। ১৪ মার্চ (শুক্রবার) থেকে ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নির্দেশের ফলে স্বাভাবিক ভাবেই সাধারন মানুষ সমস্যায় পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না।

শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, গুজব এবং বেআইনি কার্যকলাপ রোধে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোনি পরিষেবা স্থগিত করা হয়েছে। ১৪ মার্চ (শুক্রবার) থেকে ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত এই বন্ধ কার্যকর থাকবে। ১৪ মার্চ পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিব কর্তৃক জারি করা নিষেধাজ্ঞায় ইন্টারনেট এবং কল পরিষেবা স্থগিত করা হয়েছে। জারি করা নিষেধাজ্ঞায় “বেআইনি কার্যকলাপের জন্য গুজব” ছড়িয়ে পড়ার সম্ভাব্য উদ্বেগের কথা উল্লেখ করে করা হয়েছে। অন্যদিকে বীরভূমে পাথর ছোঁড়ার ঘটনার খবর পাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, “টেলিযোগাযোগ আইন, ২০২৩ এর আওতায় যেকোনো টেলিযোগাযোগ পরিষেবা বা টেলিযোগাযোগ নেটওয়ার্ক দ্বারা প্রেরণের জন্য আনা, প্রেরিত বা গ্রহণ করা, কোনও ব্যক্তি বা ব্যক্তির শ্রেণীর, কোনও টেলিযোগাযোগ সরঞ্জাম বা টেলিযোগাযোগ সরঞ্জামের শ্রেণীর, বা কোনও নির্দিষ্ট বিষয় সম্পর্কিত কোনও তথ্য সম্পর্কিত বার্তা বা বার্তার শ্রেণী, জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং কোনও অপরাধ সংঘটনে প্ররোচনা রোধ করার স্বার্থে সাময়িকভাবে প্রেরণ করা হবে না।” নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ভয়েস কল বা এসএমএসের উপর কোনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। একইভাবে, সংবাদপত্রের উপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। জানানো হয়েছে, ” কথপোকথন ও তথ্যের যোগাযোগ এবং প্রচার কোনওভাবেই বন্ধ করা হচ্ছে না।”

এই নিষেধাজ্ঞাগুলি বীরভূমের (Birbhum) সাঁইথিয়া, হাতোরা গ্রাম পঞ্চায়েত (জিপি), মাঠপালসা জিপি, হরিসারা জিপি, দরিয়াপুর জিপি এবং ফুলুর জিপির ক্ষেত্রে প্রযোজ্য। উল্লেখ করা হয়েছে, “কিছু এলাকায় সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, বীরভূম রাজস্ব জেলার সাঁইথিয়া কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের সাঁইথিয়া থানার অন্তর্গত সাঁইথিয়া পৌরসভার সাঁইথিয়া শহর এলাকা, হাতোরা জিপি, মাঠপালসা জিপি, হরিসারা জিও, ফরিয়াপুর জিপি এবং ফুলুর জিপি এলাকায় আগামী কয়েক দিনের জন্য বেআইনি কার্যকলাপের জন্য গুজব ছড়ানোর জন্য ইন্টারনেট ট্রান্সমিশন এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোনি ব্যবহার করা হতে পারে, তাই পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে।” আদেশটি ১৪ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ১৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/