Nadia Incident: দোলের রাতে নারকীয় কান্ড, বাবার হাতে মেয়ের খুন

breakingnews অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দোল উৎসবের রাতে নদিয়ার (Nadia Incident) ধুবুলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নিজের চার বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে। জানা গিয়েছে , অভিযুক্ত ব্যক্তির নাম বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু। ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা এই ব্যক্তি পেশায় দিনমজুর। স্ত্রী ও একমাত্র কন্যাসন্তানকে নিয়ে ছোট সংসার ছিল তার। কিন্তু দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি। প্রতিবেশীদের মতে, বুদ্ধদেবের স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বচসা হতো।

আর‌ও পড়ুন: Rewa Newborn Incident: মর্মান্তিক দৃশ্য, কুকুরের মুখে নবজাতকের দেহ

শুক্রবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসেন বুদ্ধদেব। বাড়িতে ঢুকে দেখেন, স্ত্রী নেই। চার বছরের মেয়ের কাছে জানতে চান, মা কোথায় গেছে। শিশুটি জানায়, মা মামার বাড়িতে গেছেন। এই খবর শোনার পরেই যেন মাথার ঠিক হারিয়ে ফেলেন অভিযুক্ত। এরপর মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরেই ঘটে নারকীয় কাণ্ড। প্রথমে ছোট্ট মেয়েটিকে রাস্তার উপর জোরে আছাড় মারেন তিনি। শিশুটি ছটফট করতে থাকলেও, তাতেও দয়া হয়নি বাবার। এরপর জলঙ্গি নদীর উপর ব্রিজে গিয়ে তিনি নিথর দেহটি নিচে ছুড়ে ফেলে দেন।

ঘটনার পর বাড়ি ফিরে অভিযুক্ত নিজের মায়ের কাছে স্বীকার করেন, তিনি নিজেই মেয়েকে হত্যা করেছেন। মুহূর্তের মধ্যে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘিরে ধরে এবং ধুবুলিয়া (Nadia Incident) থানায় খবর দেয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বুদ্ধদেবকে আটক করে। জিজ্ঞাসাবাদে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে পুলিশের কড়া জেরায় স্বীকার করেন যে তিনিই নিজের মেয়েকে হত্যা করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই অমানবিক ঘটনায় বুদ্ধদেবের স্ত্রী স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (muder case ) মামলা রুজু করেছে। ধুবুলিয়া থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকেই ধুবুলিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির নিষ্পাপ মুখ মনে পড়তেই স্থানীয় বাসিন্দাদের চোখে জল এসে যাচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত মামলার চার্জশিট দাখিল করা হবে এবং আদালতে দোষীর উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন তারা।