Narendra Modi: সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে মোদী!

দেশ

নিউজ পোল ব্যুরো: আগামী এপ্রিল মাসের শুরুতে শ্রীলঙ্কা(Srilanka) সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ শনিবার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, ভারতের কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে এখনও এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী (Sri Lanka Foreign Minister) জানান, মোদী (Narendra Modi) ওই সময় কলম্বোতে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের (Solar power project) উদ্বোধন করবেন, যা শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি জেলার সামপুরে অবস্থিত। এটি ভারত-শ্রীলঙ্কা (India-SriLanka)সহযোগিতার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা দুটি দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতিফলন।

আরও পড়ুন:Bangladesh: সরকারের শাস্তিমূলক পদক্ষেপ! নিষিদ্ধ পর্ণ সাইট

মোদীর (Narendra Modi) এই সফরকালে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে একাধিক বিষয়ে সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নের উত্তরে, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ বলেন, “আমরা ভারতকে (India) আমাদের প্রধান প্রতিবেশী এবং সহযোগী দেশ হিসেবে গণ্য করি, এবং আমাদের সম্পর্ক ক্রমাগত গভীরতর হচ্ছে।” উল্লেখযোগ্যভাবে, গত বছর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অনুরাকুমার দিশানায়েকে ভারতের প্রথম সফরে এসেছিলেন, যেখানে দুটি দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় (Important Matter) নিয়ে আলোচনা হয়েছিল এবং একাধিক সমঝোতা হয়েছিল।

আরও পড়ুন:Gang Rape: দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ১

২০২৩ সালে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা (Electricity company) এবং ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (এনটিপিসি) এক যৌথ উদ্যোগে ১৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সম্মত হয়েছিল। মোদী এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন, যা দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও শক্তি খাতে আরও গভীর সহযোগিতার দিকে একটি নতুন পদক্ষেপ হতে চলেছে।

২০১৫ সালের পর এটি প্রধানমন্ত্রীর (Narendra Modi) শ্রীলঙ্কা সফরের চতুর্থ বার হবে, এবং এই সফরে ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/