নিউজ পোল ব্যুরো: নিউটাউন থানায় কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরের (Sub-Inspector) সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির (Molestation) অভিযোগে দু’জন যুবককে গ্রেফতার (Arrest) করল পুলিশ। অভিযোগ, অভিযুক্ত দুই যুবক মদ্যপ অবস্থায় (Drunken State) ছিলেন এবং বেপরোয়াভাবে (Reckless Driving) গাড়ি চালানোর পর দুর্ঘটনা ঘটান। শনিবার বারাসাত আদালতে (Barasat Court) তোলা হবে তাদের।ধৃতদের ১৯ তারিখ পর্যন্ত, চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের (New Town) বলাকা আবাসনের (Balaka Housing) কাছে এক ভয়াবহ দৃশ্যের (Newtown News)সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবক মদ্যপ অবস্থায় সেক্টর ফাইভ (Sector V) থেকে নিউটাউনের দিকে গাড়ি নিয়ে আসছিল। অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে তাদের গাড়ি রাস্তার ডিভাইডারে (Road Divider) ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলে, পুলিশ এসে গাড়িসহ দু’জনকে আটক করে নিউটাউন থানায় নিয়ে যায়।
আরও পড়ুন:- Kolkata: কলকাতায় ভিনরাজ্যের যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

থানায় নিয়ে আসার পর ডিউটি অফিসার (Duty Officer), যিনি একজন মহিলা সাব-ইন্সপেক্টর, তাদের নাম জানতে চান। তখনই অভিযুক্তরা তার সঙ্গে দুর্ব্যবহার করে, তাকে ধাক্কাধাক্কি (Physical Assault) করে এবং তার পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ। এই ঘটনা (Newtown News) থানার ভেতরে চাঞ্চল্য ছড়ায়।পুলিশ দ্রুত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে। জানা গেছে, ধৃত দুই যুবক বিহারের (Bihar) বাসিন্দা এবং কলকাতার বড়বাজারে (Burrabazar) ব্যবসা করেন। বর্তমানে তারা নিউটাউনে ভাড়া থাকেন। অভিযুক্তদের নাম উজ্জ্বল কুমার (Ujjwal Kumar) এবং কানাইয়া কুমার (Kanaiya Kumar)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এ ধরনের ঘটনা শুধু কলকাতায় নয়, দেশের অন্যান্য রাজ্যেও ঘটছে। কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভেপাডা মণ্ডলের (Vepada Mandal) গুডিভাদা গ্রামে (Gudivada Village) এক সাংস্কৃতিক অনুষ্ঠানে (Cultural Event) অশ্লীল নাচ বন্ধ করতে গেলে এক মহিলা সাব-ইন্সপেক্টরকে একদল মদ্যপ যুবক আক্রমণ করে। অভিযোগ, তারা ওয়াইএসআরসিপি (YSRCP) দলের এক যুব নেতার ঘনিষ্ঠ ছিল এবং তার মদতেই এই ঘটনা ঘটে।নিউটাউনে মহিলা পুলিশ অফিসারের সঙ্গে এই ধরনের আচরণে (Newtown News) সাধারণ মানুষ হতবাক। শহরে আইনশৃঙ্খলা (Law & Order) বজায় রাখতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।