Horoscope: দোলের পরের দিন আর্থিক অবস্থা কেমন থাকবে এই ৫ রাশির?

রাশিফল

নিউজ পোল ব্যুরো: শনিবারের দিন কেমন যাবে? দেখে নিন আজকের রাশিফল (Horoscope)।তুলা রাশি – আজ তুলা রাশির (Horoscope) জাতকদের জন্য আর্থিক (Financial) দিক থেকে বেশ ভালো সময় আসছে। পারিবারিক বিষয়ে (Family matters) আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। তবে আপনি অপ্রয়োজনীয় খরচে অর্থ ও সময় অতিরিক্ত ব্যয় করতে পারেন। রাজনীতি (Politics) বা সমাজিক (Social) কাজে যুক্ত ব্যক্তিদের প্রতি মানুষের বিশ্বাস বৃদ্ধি পাবে এবং কিছু পুরস্কারও পেতে পারেন। ঋণ নেওয়ার জন্য আবেদন করলে, তাও মঞ্জুর হতে পারে।

আরও পড়ুন:Horoscope: শুক্রবার শুভ না অশুভ? কোন রাশির জাতকরা সতর্ক থাকবেন?

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির (Horoscope) জাতকরা নতুন চুক্তি করার সুযোগ পাবেন। এর ফলে আপনার সুনাম ও যশ বৃদ্ধি পাবে। নতুন চাকরি (New job) পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে তাদের প্রতি ক্ষোভ না রাখাই ভালো। যানবাহন খারাপ হলে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু হতাশাজনক (disappointing) খবর পাওয়ার সম্ভাবনা আছে। পায়ের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে।

ধনু রাশি – ধনু রাশির জাতক জাতিকারা নতুন গাড়ি কিনতে পারেন এবং এর ফলে আর্থিক স্থিতি (Financial status) আরও ভালো হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আয় বাড়তে পারে এবং কিছু নতুন বিনিয়োগের (Investment) পরিকল্পনা করবেন। পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। ইচ্ছাপূরণের কারণে বাড়িতে ধর্মীয় আয়োজন হতে পারে।

আরও পড়ুন:Horoscope: বৃহস্পতিবার কোন রাশির ভাগ্যে কী

মকর রাশি – মকর রাশির জাতক জাতিকারা হঠাৎ আর্থিক লাভের মাধ্যমে খুবই খুশি হতে পারেন। আপনি যদি কিছু গোপন রাখেন, তবে তা আপনার স্ত্রীর কাছে প্রকাশিত হতে পারে। আপনার সংস্কৃতি ও আচরণ আপনার সম্মান (Honor) বৃদ্ধি করবে। পুরনো ভুল থেকে শিক্ষা নেয়া গুরুত্বপূর্ণ। ভাই-বোনদের সঙ্গে সাবধানে কথা বলুন এবং ছাত্রছাত্রীদের নতুন কাজের চেষ্টা এড়িয়ে চলা উচিত।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

কুম্ভ রাশি – আজ সরকারি কাজের জন্য দিনটি শুভ হবে। বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বে (Partnership) কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন এবং অন্যদের কথায় অন্ধ বিশ্বাস করবেন না। আপনার ব্যবসা (Business) বা কাজের কোনো সমস্যা থাকলে তা সমাধান হয়ে যাবে। আপনার প্রিয় কোনো জিনিস হারিয়ে গেলে তা খুঁজে পেতে পারেন।