নিউজ পোল ব্যুরো: সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines) যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করেছে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, বিমান চলাকালীন Power Bank ব্যবহার করে স্মার্টফোন, ট্যাবলেট বা অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না। এমনকি বিমানের USB port ব্যবহার করেও Power Bank রিচার্জ করার অনুমতি দেওয়া হবে না। তবে যাত্রীরা এখনও তাদের ক্যারি-অন ব্যাগে (Carry-on luggage) Power Bank নিয়ে যেতে পারবেন, কিন্তু তা শুধুমাত্র সংরক্ষিত থাকতে হবে এবং ফ্লাইট চলাকালে ব্যবহার করা যাবে না। সিঙ্গাপুর এয়ারলাইন্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, Power Bank কোনো অবস্থাতেই চেক-ইন ব্যাগে রাখা যাবে না। যাত্রীরা পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ১০০ Wh (Watt-hour) ক্ষমতাসম্পন্ন Power Bank বহন করতে পারবেন। তবে, যদি কোনো ডিভাইসের ব্যাটারি ১০০ Wh থেকে ১৬০ Wh এর মধ্যে হয়, তাহলে যাত্রীদের বিমান সংস্থার অনুমোদন নিতে হবে।
আরও পড়ুন:- Donald Trump: ৪১টি দেশের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড ঝোলাচ্ছেন ট্রাম্প

এই নতুন নীতির (Singapore Airlines)মূল কারণ হলো লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারির নিরাপত্তা ঝুঁকি। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বিমানে Power Bank সংক্রান্ত দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিশেষ করে, দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থা এয়ার বুসান (Air Busan) আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা সম্পূর্ণরূপে Power Bank এর ব্যবহার নিষিদ্ধ করেছে। এয়ার বুসানের একটি ফ্লাইটে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে (Gimhae International Airport) আগুন লাগার ঘটনা ঘটে। তদন্তে জানা যায়, আগুনের মূল কারণ ছিল Power Bank, যা ব্যাটারির অভ্যন্তরীণ ইনসুলেশনের (Internal insulation) ত্রুটির কারণে ঘটে। এরপর, দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় (South Korea’s Ministry of Transport) এই বিষয়ে সতর্কতা জারি করে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. ফ্লাইট চলাকালীন Power Bank ব্যবহার নিষিদ্ধ।
২. বিমানের USB port ব্যবহার করে Power Bank চার্জ করা যাবে না।
৩) Power Bank শুধুমাত্র ক্যারি-অন ব্যাগে বহন করা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না।
৪) চেক-ইন ব্যাগে Power Bank রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
৫) ১০০ Wh পর্যন্ত ক্ষমতাসম্পন্ন Power Bank অনুমোদন ছাড়াই বহন করা যাবে।
৬) ১০০ Wh থেকে ১৬০ Wh ক্ষমতাসম্পন্ন Power Bank বহনের জন্য বিমান সংস্থার অনুমোদন লাগবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z
সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines) তাদের অফিসিয়াল X (পূর্বে Twitter) হ্যান্ডেলে এই ঘোষণা দিয়েছে, যেখানে বলা হয়েছে: “২০২৫ সালের ১ এপ্রিল থেকে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীরা বিমানের পুরো সময়কালে অনবোর্ড USB পোর্টের মাধ্যমে Power Bank চার্জ করতে পারবেন না, অথবা তাদের ব্যক্তিগত ডিভাইস চার্জ করার জন্য Power Bank ব্যবহার করতে পারবেন না।” এই নীতির ফলে সিঙ্গাপুর এয়ারলাইন্স নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চায় এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির ঝুঁকি কমানোর লক্ষ্যে কাজ করছে। যাত্রীদের এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।