Weather Update Today: দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল জনজীবন

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: বসন্তকাল (Spring Season) মানেই মনোরম আবহাওয়া, হালকা শীতের স্পর্শ আর উজ্জ্বল রোদের মেলবন্ধন। কিন্তু এবার বসন্তেও দক্ষিণবঙ্গে (South Bengal) তীব্র গরম অনুভূত হচ্ছে। দোল উৎসব (Holi Festival) পালনের মাঝেও ছিল গরমের দাপট। তবে দোলের আনন্দ শেষ হতে না হতেই মিলল নতুন আবহাওয়ার আপডেট (Weather Update Today)।আবহাওয়া দফতর (IMD-India Meteorological Department) জানাচ্ছে, দোলের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে উধাও হবে শীতের আমেজ (Winter Feel)। দিনের শুরুতে কিছুটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তীব্র গরম (Heatwave)। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Bardhaman) সহ একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন:- Today Weather Forecast: দোল পূর্ণিমায় কি মিলতে চলেছে স্বস্তির বৃষ্টি?

আজ শনিবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (Degree Celsius) এবং সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের অনুমান, এই প্রবণতা বজায় থাকলে মার্চ (March) মাসের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে! ফলে দক্ষিণবঙ্গবাসীদের জন্য আগামী কিছুদিন হতে চলেছে যথেষ্ট অস্বস্তিকর (Weather Update Today)। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়ায় গরম আরও বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং কালিম্পং (Kalimpong)-এর বেশ কিছু জায়গায় হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে (Hilly Regions) হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়ের (Thunderstorm) সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের (Bay of Bengal) জলীয় বাষ্প (Moisture) কম থাকায় দক্ষিণবঙ্গে এখন খরখরে গরম অনুভূত হচ্ছে। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাব না থাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম। ফলে তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। সব মিলিয়ে বসন্তের আমেজ এখনও থাকলেও দক্ষিণবঙ্গে গরম ধীরে ধীরে চরম আকার ধারণ করতে চলেছে (Weather Update Today)। যারা উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিন। অন্যদিকে, দক্ষিণবঙ্গের মানুষকে এখন থেকেই তীব্র গরমের জন্য প্রস্তুত থাকতে হবে।