Donald Trump : ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে সিঁদুরে মেঘ দেখছে মাস্কের টেসলা

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: নয়া শুল্ক নীতি ঘোষণার পর থেকেই কার্যত গোটা দুনিয়ার চক্ষুশূল হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর এবার ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল এলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা (Tesla)। একাধিক গণ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প বাণিজ্যে যে শুল্ক আরোপ করেছেন তার ফলে দেশের রপ্তানিকারক সংস্থাগুলি বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ Donald Trump : রাশিয়া-ইউক্রেন নিয়ে বড় বড় কথা বলে নিজে গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়াচ্ছেন

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, টেসলার একটি গাড়ি কিনতে চান তিনি। চমকপ্রদ বিষয় হল, ঘটনাচক্রে ঠিক সেই দিনই নতুন শুল্ক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে একটি স্বাক্ষরবিহীন চিঠি দিয়েছিল টেসলা। এই চিঠিতে নিজেদের ব্যবসা নিয়ে উদ্বেগ কিছুমাত্র লুকোয়নি তারা। বিশেষ করে চিন নিয়ে রীতিমত উদ্বিগ্ন তারা।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন, যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর যত বেশি শুল্ক আরোপ করবে সেই দেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রও তত বেশি শুল্ক চাপাবে। মার্কিন রাষ্ট্রপ্রধানের এহেন ঘোষণার পরই পাল্টা দেওয়া হয়েছিল বেইজিংয়ের তরফে। চিনা পণ্যের ওপর আমেরিকা ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। জবাবে চিনও পাল্টা শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্রজাত পণ্যের ওপরে। আর এতেই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে টেসলা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

মার্কিন যুক্তরাষ্ট্রের পর টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার চিন-ই। তাই ট্রাম্প ঘোষিত শুল্ক যুদ্ধের ফলে তাদের ব্যবসা মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, বছরে শুরু থেকেই টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর কারণ হল গত এক বছরে তাদের উৎপাদন এবং সেইসঙ্গে বিক্রিও কমে যাওয়া। এদিকে টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশের বাজারের ওপর যাতে নির্ভরতা কমে সেই উদ্দেশ্যে তারা গাড়ি এবং ব্যাটারির জন্য স্থানীয় সরবরাহকারীদের খুঁজে বের করার জন্য ব্যবসাতে কিছু বদল আনছে। তবু এরপরও আশঙ্কা কিছুতেই দূর হচ্ছে না।