Abhishek Banerjee: ২০২৬ বিধানসভা ভোট নিয়ে অভিষেকের বার্তা!

breakingnews রাজনীতি

নিউজ পোল ব্যুরো: শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে (meeting) অংশ নিতে চলেছেন তৃণমূল (Trinamool) কংগ্রেসের প্রায় ৪,৫০০ নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে আয়োজিত এই বৈঠকটি সম্পূর্ণ ভার্চুয়াল (virtual) মাধ্যমে অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, অংশগ্রহণকারীদের মোবাইলে নির্ধারিত সময়ের আগে বৈঠকের লিঙ্ক (link) পাঠিয়ে দেওয়া হবে, যাতে কোনো প্রযুক্তিগত (technical) সমস্যা না হয়। এ জন্য অভিষেকের ক্যামাক স্ট্রিটের (Camac Street) দফতর বৃহস্পতিবারই মহড়া (rehearsal) সেরে ফেলেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব (top leadership) থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বিশেষ করে— রাজ্যসভা (Rajya Sabha) এবং লোকসভার (Lok Sabha) সমস্ত সাংসদ (MPs)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শক্ত লড়াই করা কিন্তু পরাজিত প্রার্থীরা‌।দলের সমস্ত বিধায়ক (MLA), কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) সমস্ত কাউন্সিলর (Councilor)।

আরও পড়ুন:- Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত লক্ষাধিক, খরচ প্রায় ৭৫০০ কোটি

রাজ্যের বিভিন্ন পুরনিগমের (Municipal Corporation) মেয়র (Mayor), ডেপুটি মেয়র (Deputy Mayor) ও চেয়ারম্যান (Chairman)। জেলা পরিষদের (Zilla Parishad) সভাপতি ও সদস্যরা।দলের ছাত্র (student), যুব (youth), শ্রমিক (labour), কৃষক (farmer), সংখ্যালঘু (minority), ও মহিলা সংগঠনের (women’s wing) জেলা নেতৃত্ব। তবে এই বৈঠক থেকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের শিক্ষা শাখার (education wing) সঙ্গে যুক্ত অধ্যাপক (professor), প্রাথমিক শিক্ষক (primary teacher), বিদ্যালয় শিক্ষক (school teacher) এবং পার্শ্বশিক্ষকদের (para-teachers)। এই সিদ্ধান্ত ঘিরে দলের অন্দরেই নানা জল্পনা চলছে। অনেকে মনে করছেন, বৈঠকের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা স্ক্রুটিনি (voter list scrutiny) এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রস্তুতি নিয়ে আলোচনা। যেহেতু ভোটার তালিকা যাচাইয়ের (verification) কাজে শিক্ষকরা সরাসরি যুক্ত নন, তাই তাদের ডাকা হয়নি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

প্রায় এক বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এত বড় আকারে নিজে বৈঠক আহ্বান করলেন। শেষবার এমন বৈঠক হয়েছিল লোকসভা ভোটের (General Election) আগে, যেখানে ভোট পরিচালনা ও গণনাকেন্দ্রের (Counting Centre) বিষয়ে নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে গত কয়েক মাস ধরে অভিষেকের রাজনৈতিক সক্রিয়তা (political activity) নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তিনি রাজ্যের সংগঠনের বদলে মূলত নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) নিয়েই ব্যস্ত ছিলেন। দলের অভ্যন্তরীণ সমীকরণ (internal equation) নিয়েও বিস্তর আলোচনা চলছিল। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠক দলীয় রাজনীতির (party politics) নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, অভিষেক (Abhishek Banerjee) এই বৈঠকের মাধ্যমেই নিজের রাজনৈতিক সক্রিয়তার (political comeback) বার্তা দিতে চাইছেন। দলের নীতি নির্ধারণী সিদ্ধান্তে (policy decisions) তার ভূমিকা কতটা জোরালো থাকবে, সেটাও শনিবারের বৈঠকে স্পষ্ট হতে পারে।