নিউজ পোল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুর (Gorakhpur) জেলায় এক ভয়াবহ ঘটনা সামনে এসেছে, যা সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে, সন্তান না হওয়ায় এক যুবতী তার স্বামীকে দিয়ে বাড়ির পরিচারিকাকে (maid) জোরপূর্বক যৌন সম্পর্কে (forced physical relationship) বাধ্য করেছেন। শুধু তাই নয়, পরিচারিকাকে জমির (land) লোভ দেখানো হয়, এমনকি ব্ল্যাকমেল (blackmail) করেও তাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোরক্ষপুর জেলার শাহপুর থানা (Shahpur Police Station) এলাকায়। অভিযুক্ত দম্পতি— বৃজপাল সিং (Brijpal Singh) এবং তাঁর স্ত্রী সোনিয়া (Sonia)— বর্তমানে পলাতক, এবং তাদের খোঁজে ১০ হাজার টাকার পুরস্কার (reward) ঘোষণা করেছে পুলিশ।
আরও পড়ুন: Bidhannagar : চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ স্বাস্থ্যকর্মীদের
নির্যাতিতার (victim) অভিযোগ অনুযায়ী, তিনি কুশীনগর (Kushinagar) জেলার বাসিন্দা। একদিন বৃজপাল সিং তাঁকে ফোন করে জানান যে তাঁর বাড়িতে রান্নার কাজের জন্য (cook job) একজনের প্রয়োজন। প্রতিমাসে ১০ হাজার টাকা বেতনে (salary) কাজের চুক্তি হয়। এরপর নির্যাতিতা শাহপুরে বৃজপালের ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন এবং গৃহকর্মীর (domestic worker) কাজ করতে থাকেন। কিন্তু কিছুদিন পরই মালকিন সোনিয়া তাঁর কাছে একটি অদ্ভুত প্রস্তাব রাখেন। তিনি জানান, তার কোনও সন্তান নেই, এবং যদি পরিচারিকা তাঁর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হন, তাহলে তাঁকে জমি দেওয়া হবে। পরিচারিকা এই অনৈতিক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।
পরিচারিকার প্রত্যাখ্যান সোনিয়া মেনে নিতে পারেননি। একদিন তিনি মদ্যপ অবস্থায় (intoxicated) পরিচারিকার ঘরে আসেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি (death threat) দেন। এরপর, তিনি তাঁর স্বামীকে দিয়ে জোরপূর্বক পরিচারিকাকে ধর্ষণ (rape) করান বলে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, তিনি প্রতিবাদ করলে সোনিয়া আরও এক ধাপ এগিয়ে যান। তিনি পরিচারিকার গোপন ভিডিও (secret video) তৈরি করেন এবং তা ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকেন। কয়েকদিন ধরে নির্যাতিতাকে বাড়ির ভেতর বন্দি (house arrest) রাখা হয় এবং একাধিকবার ধর্ষণের শিকার হতে হয় বলে অভিযোগ। কোনওভাবে সুযোগ বুঝে নির্যাতিতা সেই বাড়ি থেকে পালিয়ে শাহপুর থানায় (Shahpur Police Station) অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত (investigation) শুরু করে এবং অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র (criminal conspiracy), এবং ব্ল্যাকমেল করার মামলা দায়ের করেছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই ঘটনায় সমাজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন পরিচারিকাকে সন্তান জন্ম দেওয়ার জন্য জোর করে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করার মতো ঘৃণ্য অপরাধ (heinous crime) বিরল এবং নিন্দনীয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার (arrest) করা হবে এবং নির্যাতিতাকে সম্পূর্ণ নিরাপত্তা (security) প্রদান করা হবে।