নিউজ পোল ব্যুরো: গ্রীষ্ম এলেই বাড়ে তাপদাহ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পানীয় জলের সংকট (Water Crisis)। পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের এক প্রত্যন্ত গ্রাম, পাতাজুবা (Patajuba Village), আজও সেই সমস্যার জাঁতাকলে পিষ্ট। প্রশাসনের তরফে গ্রামে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও বাস্তবে এক ফোঁটা জলও মেলেনি। ফলে, দিনের পর দিন চরম কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গ্রামের মানুষদের। বারিকুল গ্রাম পঞ্চায়েত (Barikul Gram Panchayat) থেকে বছর খানেক আগে পাতাজুবা গ্রামে একটি নল বসানো হয়েছিল। উদ্দেশ্য ছিল টিলার উপর থাকা এই গ্রামের মানুষদের কাছে সহজে পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু সেই নল দিয়ে আজও এক ফোঁটা জলও আসেনি। গ্রামের মানুষদের অভিযোগ, প্রশাসন শুধুই প্রকল্প চালু করেছে, কিন্তু বাস্তবে তার কোনো সুফল তারা পাননি।
আরও পড়ুনঃ Bidhannagar : চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ স্বাস্থ্যকর্মীদের
গ্রামে একটি নলকূপ (tube well) থাকলেও তা প্রয়োজনের তুলনায় সম্পূর্ণ অপ্রতুল। বিশেষ করে গ্রীষ্মকালে সমস্যাটি তীব্র আকার নেয়, কারণ এই সময় জলস্তর দ্রুত নেমে যায়। মাঝেমধ্যে নলকূপটি বিকলও হয়ে পড়ে, ফলে গ্রামের মানুষদের চরম অসুবিধার (Water Crisis) সম্মুখীন হতে হয়। গ্রামের চারপাশে ঘন জঙ্গল (dense forest), তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ বেয়ে প্রায় ৩০০ মিটার নিচে নামতে হয় পাহাড়তলিতে। পাহাড়ের গায়ে থাকা একটি ছোট্ট গর্তে ফোঁটা ফোঁটা করে জমতে থাকা জলই এখন পাতাজুবা গ্রামের মানুষের একমাত্র ভরসা। জীবন বাঁচাতে সেই জলই সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন গ্রামের বাসিন্দারা।
জলের সংকটের কথা পাতাজুবা গ্রামের মানুষ বহুবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। ব্লক স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি। গ্রামবাসীরা চান, যদি বিকল্প কোনো জলসংগ্রহ ব্যবস্থা, যেমন গভীর নলকূপ বা পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করা হয়, তাহলে এই সমস্যা অনেকটাই মিটতে পারে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত পাতাজুবা গ্রামের মানুষরা আজও পানীয় জলের জন্য প্রতিদিন যুদ্ধ করছেন। জলের অপর্যাপ্ততা (Water crisis) শুধু দৈনন্দিন জীবনকেই কঠিন করে তুলছে না, বরং স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। প্রশাসনের প্রতিশ্রুতি কেবল নল বসানো পর্যন্ত সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর হবে, সেই আশাতেই দিন গুনছে পাতাজুবার মানুষ।