Ice Cream Justice: মায়ের জন্য পুলিশ ডাকল ৪ বছরের শিশু!

oftbeat আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আইসক্রিম খাওয়ার মতো গুরুতর অপরাধ (serious crime) করলে যে পুলিশ আসতে পারে, তা কে জানত? বিশেষ করে যদি বিচারক (Ice Cream Justice) হয় মাত্র চার বছরের এক শিশু!যুক্তরাষ্ট্রের উইসকনসিনের (Wisconsin) মাউন্ট প্লেজেন্ট (Mount Pleasant) এলাকায় ঘটেছে এমনই এক হাস্যকর ঘটনা। নিজের আইসক্রিম খাওয়ার অধিকার (right to ice cream) রক্ষা করতে ৯১১-এ (911) ফোন করে পুলিশের কাছে বিচার চেয়েছে এক চার বছরের শিশু! তার বক্তব্য, “আমার মা খুব খারাপ কাজ করেছে!”

আরও পড়ুন:- Lizard Superstition: সত্যি কথা বললেই কেন টিকটিকি ডেকে ওঠে?

পুলিশের এক নারী কর্মকর্তা (female officer) ফোন ধরতেই শিশুটি অভিযোগ করে, তার মা অন্যায়ভাবে তার আইসক্রিম (ice cream) খেয়ে ফেলেছে। এটি একেবারেই মেনে নেওয়া যায় না! আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে (law enforcement) অবশ্যই এর সুরাহা করতে হবে!কী ঘটেছে বুঝতে না পেরে পুলিশ কর্মকর্তারা যখন আরও জানতে চান, তখন শিশুটি স্পষ্ট জানিয়ে দেয়, সে ন্যায়বিচার (Ice Cream Justice) চায়। এর একমাত্র সমাধান—তার মাকে ধরে নিয়ে যাওয়া!শিশুটির মা তখন ফোন কেড়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে বলেন, ঘটনাটা আসলে কী। তিনি স্বীকার করেন, হ্যাঁ, তিনি ছেলের আইসক্রিম খেয়ে ফেলেছেন। এবং এটি জানার পরই ছেলে রেগে গিয়ে ৯১১-এ ফোন করেছে।কিন্তু শিশুটি এত সহজে ছাড়ার পাত্র নয়! পুলিশকে তার বাড়িতে আসতেই হবে এবং যথাযথ বিচার করতে হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শিশুটির অনড় মনোভাব দেখে দুই নারী পুলিশ কর্মকর্তা তার বাড়িতে যান। অনেক বোঝানোর পর অবশেষে শিশুটি মাকে জেলে পাঠানোর দাবি থেকে সরে আসে। তবে সে স্পষ্ট জানায়, তার মূল দাবি হলো—আইসক্রিম! এই ছোট্ট ‘আইসক্রিম মামলার’ (ice cream case) সুষ্ঠু নিষ্পত্তির জন্য দুই পুলিশ কর্মকর্তা পরে শিশুটির জন্য আইসক্রিম কিনে নিয়ে আসেন। নিজের কাঙ্ক্ষিত আইসক্রিম হাতে পেয়ে শিশুটি মহাখুশি! পুলিশের সঙ্গে হাসিমুখে ছবি তোলে সে। শেষ পর্যন্ত, মাকে গ্রেফতার করা না হলেও শিশুটি তার আইসক্রিম ফিরে পেয়েছে। আর প্রমাণ হয়ে গেল, ন্যায়বিচারের (Ice Cream Justice) প্রশ্নে কোনো ছাড় নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z