নিউজ পোল ব্যুরো: ঘুম থেকে উঠতেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী এআর রহমান (AR Rahman), তখনই তাঁকে দ্রুত হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। ৫৮ বছর বয়সী রহমান (AR Rahman) বর্তমানে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে (Apollo Hospital) চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (Sunday) সকালে প্রায় সাড়ে সাতটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরিস্থিতি (Health situation) পর্যালোচনা করছেন এবং ইতিমধ্যে ইসিজি (ECG) ও ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram) পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রয়োজনে এআর রহমানের অ্যাঞ্জিওগ্রামও করা হতে পারে। আপাতত, তাঁকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন:CU Phd Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বিভাগে ভর্তি শুরু!
এদিকে, গত বছরের শেষ দিকে এআর রহমানের (AR Rahman) দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের (Married life) সমাপ্তি ঘটে। সঙ্গীতজগতের এই কিংবদন্তি এবং তাঁর স্ত্রী সায়রা বানু তাদের বিচ্ছেদের খবর সকলকে জানান। রহমান সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। বিয়ের ৩০ বছরের কাছাকাছি সময়ে এসে হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্ত (Decision) নেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যদিও, কিছুদিন ধরে সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু রহমান এবং সায়রা উভয়েই এই অভিযোগ অস্বীকার করেন। তাঁদের তিনটি সন্তান রয়েছে—খাতিজা, রহমান এবং আমিন।
আরও পড়ুন:Omi Vaidya: থ্রি ইডিয়টসের চতুর রামলিঙ্গম এখন স্টাইল আইকন!
এছাড়া, গত সপ্তাহে সায়রা বানু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর অস্ত্রোপচার (Surgery) হয়েছে বলে সূত্র জানায়। শিল্পী এআর রহমানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও, চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/