নিউজ পোল ব্যুরো: বীরভূমের রামপুরহাট থানা এলাকায় এক গৃহবধূকে (housewife) ধর্ষণের (rape) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে (Birbhum Incident)। অভিযুক্ত যুবক সমু লেটকে (Samu Let) ইতিমধ্যেই গ্রেফতার করেছে (arrested) রামপুরহাট থানার পুলিশ (Rampurhat Police)।সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। ঠিক সেই সময় সমু লেট নামে এক যুবক তার বাড়িতে আসে এবং জল (water) খেতে চায়। গৃহবধূ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত তাকে ধাক্কা (push) মেরে ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর মুখে সেলোটেপ (cellotape) লাগিয়ে দেয় যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:- Malda Shootout: বাজার করতে বেরিয়ে গুলিবিদ্ধ যুবক!
ধর্ষণের সময় হঠাৎই নির্যাতিতার (victim) ঠাকুমা এসে উপস্থিত হন। তিনি কোনওভাবে গৃহবধূকে অভিযুক্তের হাত থেকে রক্ষা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেন। পরে, পরিবারের সদস্যরা রামপুরহাট থানায় গিয়ে অভিযোগ (complaint) দায়ের করেন। পরিবারের পক্ষ (Birbhum Incident) থেকে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে (written complaint) তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ রাতেই অভিযুক্ত সমু লেটকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বুধবার অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Sub-divisional Court) পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, নির্যাতিতাকে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Government Medical College and Hospital) পাঠানো হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা (medical examination) করা হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির (strict punishment) দাবি তুলেছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত (investigation) চলছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা (women safety) নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। জল খাওয়ার মতো একটি সাধারণ অজুহাতকে ব্যবহার করে এমন একটি নৃশংস অপরাধ (heinous crime) ঘটতে পারে, যা সমাজের কাছে এক অশনি সংকেত। পুলিশ বিষয়টিকে (Birbhum Incident) গুরুত্ব সহকারে দেখছে এবং দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z