নিউজ পোল ব্যুরো: খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। কিছুদিন ধরেই কলকাতার একাধিক জায়গা থেকে বাড়ি হেলে পড়ার খবর সামনে আসছিল। এই নিয়ে শহরবাসীর মনে তৈরি হয়েছিল আতঙ্ক। সেই আবহেই এবার ভেঙে পড়ল বাড়ি (Building Collapes in kolkata)। খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং সিইএসসি অফিসের কর্মীরা ছুটে আসেন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানা এলাকার মুক্তরামবাবু স্ট্রিটে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটি সংস্কারের কাজ চলছিল। কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির সামনের অংশ । এই দুর্ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, শতাব্দী প্রাচীন চারতলা বাড়িটিতে সংস্কারের কাজ চলছিল। বাড়ির সামনের অংশ ভেঙে পড়ার পর এক শ্রমিক বাড়ির সামনের অংশে আটকে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ http://Body Recovered: নিখোঁজ হওয়ার ৪০ দিন পর উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ
বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং সিইএসসি অফিসের কর্মীরা বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছে। ভিতরে কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও বাড়ির ভিতরে আর কেউ আটকে নেই বলেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে। তবে বাড়ি ভেঙে পড়ার (Building Collapes in kolkata) এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/