DYFI: উত্তরবঙ্গের সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তরকন্যা অভিযানকে (Uttarakanya Expedition) সামনে রেখে রবিবার, কালিয়াগঞ্জের (Kaliaganj) রাজপথে উত্তরের তরুণদের বিভিন্ন সমস্যা নিয়ে মিছিল ও কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। ডিওয়াইএফআই (DYFI) রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) এই কর্মসূচির নেতৃত্ব দেন। সুকান্ত মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সুকান্ত মোড়ের আমবাগান পাড়ায় জ্যোতিবসু কার্যালয়ে কালিয়াগঞ্জের ডিওয়াইএফআই (DYFI), সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:HS Exam Fake Paper Leak: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অর্থ লেনদেন

এই বৈঠকে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) আগামী ২৮ মার্চ শিলিগুড়ির উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Expedition) প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন। এই কর্মসূচি ডিওয়াইএফআই-এর একটি বিশেষ সাংগঠনিক উদ্যোগ, যেখানে বেকারি বিরোধী দিবসের (Anti-Bakery Day) দিনে উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যার সমাধান প্রার্থনা করা হবে। সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা, যেমন কাজ, শিক্ষা, জমি, পরিযায়ী শ্রমিক এবং পর্যটন উন্নয়ন নিয়ে সরকারের কাছে উত্তর চাইতে হবে।

আরও পড়ুন:Murder: চাষের জমিতে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উত্তরকন্যা অভিযানে সরকারি কর্তৃপক্ষের কাছে এই সমস্যা গুলি তুলে ধরা হবে এবং দ্রুত সমাধান পাওয়ার চেষ্টা করা হবে। মীনাক্ষী মুখোপাধ্যায় আরও বলেন, ডিওয়াইএফআই-এর তরুণ সদস্যরা এই আন্দোলনের অংশ হয়ে নিজেদের অধিকার ও দাবি আদায়ের জন্য একজোট হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়া, কর্মী বৈঠকে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মণ, সুজয় সাহা, অয়ন দত্ত এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই একযোগে এই আন্দোলনের মাধ্যমে উত্তরবঙ্গের জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন।