Murder: চাষের জমিতে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

breakingnews অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভাঙ্গড় ২ নম্বর ব্লকের (Bhangar) পাইকান এলাকায় (Paikan Area) গভীর রাতে এক রক্তক্ষয়ী ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। এক কৃষকের (Farmer) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা (Babul Molla)। জানা গিয়েছে, স্থানীয় লঙ্কা খেত (Chili Field) থেকে বাবলু মোল্লার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, তাকে নৃশংসভাবে মারধর করে খুন (Brutal Murder) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সাফ অভিযোগ করা হয়েছে যে, এটি রাগের বশে খুন নয়, বরং একটি পরিকল্পিত হত্যা (Planned Murder)।

আরও পড়ুনঃ Nadia : বউমার অস্ত্রের কোপে রক্তাক্ত শাশুড়ি!

পরিবারের দাবি, বাবলুর প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত (Land Dispute) বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই তাকে হত্যা (Murder) করা হয়েছে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। পুলিশ এরই মধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠিয়েছে এবং খুনের কারণ খতিয়ে দেখছে। পোলেরহাট থানার (Polerhat Police Station) পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিবাদের তত্ত্ব সামনে এসেছে, তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে, সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ (Interrogation) করে গোটা ঘটনার আসল সত্য সামনে আনার চেষ্টা চলছে।

এই মর্মান্তিক ঘটনার পর থেকে পাইকান এলাকায় চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে (Fear) রয়েছেন, কারণ জমি সংক্রান্ত বিবাদের কারণে যে এভাবে প্রকাশ্যে খুন হতে পারে, তা ভাবতেও পারছেন না অনেকেই। পুলিশি তদন্তের (Police Investigation) মাধ্যমে নতুন কোনো তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন (Police Deployment) করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ঘটনাটি জমি সংক্রান্ত বিবাদের কারণে সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র (Conspiracy) লুকিয়ে রয়েছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তদন্তের মাধ্যমে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।