HS Exam Fake Paper Leak: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অর্থ লেনদেন

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অভিযোগের ভিত্তিতে দুটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তারি চালিয়েছে। অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ভুয়া খবর (Fake News) ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার পাশাপাশি রাজ্য সরকারের (State Government) মানহানি করার চেষ্টা করছিল(HS Exam Fake Paper Leak)। গ্ৰেফতার হওয়া দুই ব্যক্তি হলেন শ্রীমন্ত গোরাই (Shrimanto Gorai), ১৯ বছর বয়সী পুরুলিয়ার (Purulia) বাসিন্দা এবং আলফাজ শেখ (Alfaz Sheikh), ২৫ বছর বয়সী মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা। তদন্ত চলাকালীন শ্রীমন্ত তার অপরাধ স্বীকার করে এবং জানায়, আলফাজ শেখ তাকে প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড (Pre-activated SIM Cards) সরবরাহ করত।

আরও পড়ুন:- Abhishek Banerjee: ভুয়ো ভোটার নিয়ে হুঁশিয়ারি অভিষেকের

আলফাজ শেখের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে— ২,৫০০-র বেশি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড, ৬৫টি কিপ্যাড মোবাইল ফোন (Keypad Mobile Phones), ৯টি অ্যান্ড্রয়েড ফোন (Android Mobile Phones), প্রায় ১ লাখ টাকা নগদ। অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের (Fake Paper Leak) গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছিল। অনুভব মাইতি (Anubhav Maity) নামের এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করে দাবি করে যে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়েছে (HS Exam Paper Leak)। পরবর্তীতে ৬ই মার্চ রাতে আরও একটি ভিডিওতে বলা হয় যে পদার্থবিদ্যার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে এবং আর্থিক লেনদেনের (Financial Transactions) মাধ্যমে এটি হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) বিক্রি হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টভাবে জানিয়েছে যে—প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।প্রশ্নপত্রগুলোর নিরাপত্তা বৈশিষ্ট্য (Security Features) ভিডিওতে দেখানো স্ক্রিনশটের সঙ্গে মেলে না। ৭ই মার্চ পরীক্ষার আগে পর্যন্ত সব প্রশ্নপত্র কাস্টোডিয়ানদের অফিসে সুরক্ষিত ছিল। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ মনে করছে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নয়,(HS Exam Fake Paper Leak) অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রও বানানো হতো। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, এবং এর পেছনে কোনো বড় চক্র (Racket) কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পুলিশের কাছে অনুরোধ করেছে, এমন অপরাধমূলক গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে পরীক্ষার্থীদের বিভ্রান্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z