নিউজ পোল ব্যুরো: গত রবিবার দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার বিশ্বজয়ের মাহেন্দ্রক্ষণে ভারত। আজ রায়পুরে আন্তর্জাতিক মাস্টার্স লিগের (International Masters League) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৩ হিরো কাপের পর প্রথমবার ফাইনালের মঞ্চে সচিন-লারা দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
আরও পড়ুনঃ Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতকেই চায় বোর্ড!
অবসর নেওয়ার পরেও ক্রিকেট থেকে দূরে নেই একসময়ের তারকারা। ইদানিং মাঝেমধ্যেই অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে নানা লিগ আয়োজিত হয় বিশ্বের নানা কোণে। আর এবারে ভারতের মাটিতে বসেছে আন্তর্জাতিক মাস্টার্স লিগের (International Masters League) আসর। যার ফাইনালে রবিবার মুখোমুখি হতে চলেছে সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ইন্ডিয়া মাস্টার্স এবং ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স।
একদিকে ভারতীয় দলে সচিন ছাড়াও যেমন রয়েছেন যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, অম্বাতি রায়াডুরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দলে রয়েছে ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, ডোয়েন স্মিথ, জেরোমি টেলরের মত নাম। সেমি ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর ওয়েস্ট ইন্ডিজ পর্যদুস্ত করেছে শ্রীলঙ্কাকে। সব মিলিয়ে টক্করটা যে কাঁটায় কাঁটায় হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে ওই যে কথায় আছে না, ইতিহাস ফিরে ফিরে আসে? গত বছরও দেখা গিয়েছিল ঠিক একই চিত্র। বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঠিক দুই সপ্তাহ পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড প্রতিযোগিতায় যুবরাজ সিংয়ের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সও জিতে নিয়েছিল খেতাব। ফাইনালে তারা হারায় চিরশত্রু পাকিস্তানকে। এবারেও তাই প্রত্যাশার পারদ চড়ছে সচিন-যুবিদের নিয়ে। বিশেষ করে ফাইনালের মঞ্চে সচিন বনাম লারা। ১৯৯৩ সালের হিরো কাপ ছাড়া যে ঘটনার আর কখনওই সাক্ষী থাকেনি ক্রিকেট অনুরাগীরা।