নিউজ পোল ব্যুরো: জলপাইগুড়ির (Jalpaiguri) বিএসএফ ক্যাম্পের (BSF Camp) আবাসনে উদ্ধার ধূপগুড়ির এক নাবালিকা। এই ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন (Child Protection Commission) (ডব্লিউ,বি,সি,পি,সি,আর) গভীর উদ্বেগ (Anxiety) প্রকাশ করেছে। কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে।
আরও পড়ুন:Body Recovered: নিখোঁজ হওয়ার ৪০ দিন পর উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ
কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগ উঠেছে যে বিএসএফ (BSF) জওয়ানের ছেলে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল। ছেলেটি একটি অ্যাপের (Apps) মাধ্যমে নাবালিকার সঙ্গে যোগাযোগ করে এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, ছেলেটি নাবালিকাকে নেশাগ্রস্ত করে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। তবে মেয়েটি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি (Situation) সামলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
অনন্যা চক্রবর্তী আরও জানান, অভিযুক্ত ছেলেটি নাবালক এবং তাকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। এই ঘটনার বিচার পকসো আইনের অধীনে হবে। তিনি বিএসএফের (BSF) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:DYFI: উত্তরবঙ্গের সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের
কমিশনের সদস্য অর্পিতা ঘোষ উত্তরবঙ্গে বিএসএফের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় বিএসএফ সরাসরি জড়িত না থাকলেও, তাদের ক্যাম্পের মধ্যে এমন ঘটনা ঘটায় বিএসএফের নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন উঠছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এই ঘটনায় কমিশন গভীরভাবে তদন্ত করছে এবং নাবালিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।